২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নোয়াখালীতে ছাত্র আন্দোলনে আহতদের খোঁজ নেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক

- ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে নোয়াখালী সদর হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার খোঁজ নিতে যান বাংলদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম।

এসময় তিনি আহতদের মাঝে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন এবং সকলের জন্য উন্নত চিকিৎসা ও এক শিক্ষার্থীর কৃত্রিম পা সংযোজনের ব্যাপারে প্রয়োজনীয় আশ্বাস দেন।

ডা: রফিক বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে এখনো দেশবিরোধী চক্রান্তে যারা লিপ্ত তাদের ব্যাপারে আমাদের সকলের সতর্ক থাকতে হবে। এ সময় তিনি ছাত্র জনতার উপর এ ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করেন।

এরপর বিএনপি আয়োজিত চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় মাইজদীর নোয়াখালী সরকারি কলেজ ও বেগমগঞ্জ সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয়ে। সকাল ৯টা থেকে চলমান এই মেডিক্যাল ক্যাম্পে প্রায় এক হাজার সাত শ’ মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

মেডিক্যাল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।

বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা: রফিকুল ইসলামের নেতৃত্বে জাতীয়তাবাদী আদর্শের ডাক্তার উক্ত ক্যাম্পে সেবা প্রদান করেন।


আরো সংবাদ



premium cement