২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ভারত শুধু একটি দলের বন্ধু : ডা. জাহিদ হোসেন

লক্ষ্মীপুরে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ডা. জাহিদ হোসেন - সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেল, ‘ভারত কখনো আমাদের বন্ধু ছিল না, তার বাংলাদেশের একটি দলের বন্ধু। তাদের সেই বন্ধু দলের প্রধান শেখ হাসিনা যখন দেশ থেকে পালিয়ে গেল, তখন তারা বাংলাদেশের মানুষের ওপর শত্রুতা করে পানি ছেড়ে দিল।

তিনি বলেছেন, ‘বর্তমানে দেশের মানুষের এই করুণ পরিস্থিতির জন্য আওয়ামী লীগের বন্ধু ভারতই দায়ী।’

বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর শহরের পূর্ব বাঞ্চানগর এলাকায় জেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহিদ হোসেন বলেন, ‘স্বৈরাচার আওয়ামী লীগ সরকার যদি এখন ক্ষমতায় থাকতো তাহলে দেশের মানুষ ত্রাণ পেত না। কারণ তারা এত বেশি লুটপাট করেছে যে তারা থাকলে এখন অসহায় মানুষের ত্রাণও লুটপাট করে নিয়ে যেত। আওয়ামী ক্ষমতায় নেই, তাই লুটপাটও নেই। বানভাসি মানুষ তাদের ত্রাণ সামগ্রী সঠিকভাবে পাচ্ছে। এই মুহূর্তে বিএনপিসহ দেশের সকল রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে।’

তিনি আরো বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা বন্যার্তদের জন্য কাজ করছি। এখন আমরা তাদেরকে ত্রাণ সহয়তা দিচ্ছি, পরে ফ্রি চিকিৎসা ও ওষুধ এবং শেষে বন্যার্তদের পুনর্বাসনের ব্যবস্থা করব।’

বন্যার্তদের পুনর্বাসনে অন্তর্বর্তীকালীন সরকারকে সঠিকভাবে কাজ করারও আহ্বান জানান ডা. এ জেড জাহিদ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, বিএনপির যুগ্ম-মহাসচিব সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিএনপির কেন্দ্রীয় সহ-সমাজকল্যাণ সম্পাদক সাহাব উদ্দিন সাবু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূঁইয়া, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট মহসিন কবীর স্বপন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ প্রমুখ।


আরো সংবাদ



premium cement
ফিটনেসবিহীন যানবাহনের কারণে চ্যালেঞ্জের মুখে ট্রাফিক ব্যবস্থাপনা ২৪ ঘণ্টায়ও মহাসড়ক ছাড়েনি ডিইপিজেডের লেনী ফ্যাশনের শ্রমিকরা বুধবার সকালে ঢাকার বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’ চীন সীমান্তের কাছে গুরুত্বপূর্ণ শহরের দখল নিল মিয়ানমারের বিদ্রোহীরা সুদানে গৃহযুদ্ধে নিহতের সংখ্যা আগের হিসাবকে বহুগুনে ছাড়িয়ে গেছে, বলছে গবেষণা চট্টগ্রামে আইনজীবী হত্যা : যৌথ বাহিনীর অভিযানে আটক ২০ শামীম ওসমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘গণহত্যার’ অভিযোগ নিহত আইনজীবীকে নিয়ে অপপ্রচার করছে ভারতীয় গণমাধ্যম : প্রেস উইং হিজবুল্লাহ-ইসরাইল অস্ত্র-বিরতি চুক্তি জয় দিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু করতে চায় টাইগ্রেসরা সহজ জয়ে সিরিজে সমতা পাকিস্তানের

সকল