২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

৫ দিন পর রাঙ্গামাটির চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল শুরু

৫ দিন পর রাঙ্গামাটির চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল শুরু - নয়া দিগন্ত

টানা পাঁচ দিন বন্ধ থাকার পর রাঙ্গামাটি-বান্দরবান সড়কের চন্দ্রঘোনা-রাইখালী ফেরি ঘাটে ফেরি চলাচল শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে ফেরি চলাচল শুরু হয়।

অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে গত এক সপ্তাহ ধারে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা সর্বোচ্চ সীমা অতিক্রম করে। হ্রদের পানির চাপ কমাতে কর্ণফুলী পানিবিদ্যুৎ কর্তৃপক্ষ গত পাঁচ দিন ধরে কাপ্তাই বাঁধের গেট খুলে দিয়ে কর্ণফুলী নদীতে পানি ছাড়া শুরু করে। ফলে কর্ণফুলী নদীতে দেখা দেয় তীব্র স্রোত। এতে করে রাঙ্গামাটি-বান্দরবান সড়কের চন্দ্রঘোনা-রাইখালী ফেরিঘাটে ৩১ আগস্ট থেকে রাঙ্গামাটি সড়ক ও জনপদ ( সওজ) বিভাগের নিয়ন্ত্রাণাধীন ফেরি চলাচল বন্ধ করে রাখা হয়।

ফেরি চলাচল বন্ধ থাকায় রাঙ্গামাটি-রাজস্থলী-বান্দরবান সড়কে চলাচলকারী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়েন এ রুটে চলাচলকারী শত শত যাত্রী এবং চালক। বন্ধ হয়ে যায় মালামাল পরিবহন। অনেককেই বিকল্প হিসেবে ইঞ্জিনচালিত বোটে ঝুঁকি নিয়ে পার হয়ে চলাচল করতে হচ্ছিল। এছাড়া অতি প্রয়োজনীয় গাড়িগুলো চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার গোডাউন সেতু ব্যবহার করে।

রাঙ্গামাটি সড়ক ও জনপদ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা জানান, নদীতে কিছুটা স্রোত কমে আসায় বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে।


আরো সংবাদ



premium cement