২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নিখোঁজের ২০ ঘণ্টা পর পর্যটকের লাশ উদ্ধার

- ছবি : নয়া দিগন্ত

কক্সবাজারে সাগরে নেমে নিখোঁজের ২০ ঘণ্টা পর মোহাম্মদ সজীব (২৬) নামের এক পর্যটকের লাশ উদ্ধার হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় নাজিরারটের পয়েন্ট সাগর থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

মোহাম্মদ সজীব (২৬) ঢাকার পল্লবী থানা ১১-ডি সড়কের কাজী জাহাঙ্গীর হোসেনের ছেলে।

জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: তানভীর হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল বুধবার সকালে সজীব পরিবারের সদস্য ও বন্ধুদের সাথে কক্সবাজার বেড়াতে আসেন। দুপুরে সৈকতের সী-গাল পয়েন্ট সাগরে তারা গোসলে নামেন। এক পর্যায়ে তাদের মধ্যে পাঁচজন স্রোতের টানে ভেসে যান। এ সময় ঘটনাস্থলে উপস্থিত স্বজনদের চিৎকারে লাইফগার্ড-কর্মীরা তিনজনকে তাৎক্ষণিক উদ্ধার করতে সক্ষম হলেও অপর দুইজন ভেসে যেতে থাকে। পরে লাইফগার্ড-কর্মীরা ভেসে যাওয়াদের মধ্যে একজনকে ওয়াটার বাইক দিয়ে উদ্ধার করলেও অপর একজন ভেসে যান। তাকে সাগরের বিভিন্ন পয়েন্টে খোঁজ নিয়েও সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয়দের বরাতে তানভীর হোসেন আরো বলেন, ‘সাগরে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের সন্ধানে সৈকতের বিভিন্ন পয়েন্টে লাইফগার্ড-কর্মীদের পাশাপাশি বিচকর্মী ও ট্যুরিস্ট পুলিশ সদস্যদের উদ্ধার তৎপরতা অব্যাহত ছিল। একপর্যায়ে আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সৈকতের নাজিরারটেক পয়েন্ট সাগরে জোয়ারের পানিতে একজনের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশ ও প্রশাসনের সংশ্লিষ্টদের খবর দেয়। পরে প্রশাসন ও পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেছে। পরবর্তীতে সজীবের স্বজনদের বিষয়টি অবহিত করা হয়। স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে লাশের পরিচয় শনাক্ত করেছেন।’

পর্যটন সেলের এ নির্বাহী ম্যাজিস্ট্রেট আরো জানান, ‘লাশটি উদ্ধারের পর কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

সেখানে স্বজনদের কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।


আরো সংবাদ



premium cement
টেকনাফে ২ লাখ ৪৮ হাজার পিস ইয়াবা উদ্ধার ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে আবেদন স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে আইনজীবী আলিফের জানাজায় হাসনাত-সারজিস জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা : খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন মির্জা ফখরুল ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি নিয়ে যা জানা যাচ্ছে আবারো রিমান্ডে সাবেক মন্ত্রী আনিসুল-কামরুল শিল্পপতির বাড়িতে ডাকাতি : ৭ লাখ টাকা, ৪০ ভরি স্বর্ণালঙ্কার লুট ফিটনেসবিহীন যানবাহনের কারণে চ্যালেঞ্জের মুখে ট্রাফিক ব্যবস্থাপনা ২৪ ঘণ্টায়ও মহাসড়ক ছাড়েনি ডিইপিজেডের লেনী ফ্যাশনের শ্রমিকরা

সকল