২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বাঁশখালী পাহাড়ি এলাকা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

বাঁশখালী পাহাড়ি এলাকা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার - ছবি : নয়া দিগন্ত

চট্টগ্রামের বাঁশখালী সরলের পাইরাং ও পৌরসভার পূর্ব সীমান্তের পাহাড়ি এলাকা থেকে মোহাম্মদ সিরাজ মিয়া (৬৭) নামের এক বৃদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানার পুলিশ ওই লাশটি উদ্ধার করে।

সুরতহাল প্রস্তুত করত: ময়নাতদন্ত করার জন্য লাশটি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে থানা সূত্রে জানা গেছে।

বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাবু শতাংশ শেখর হাওলাদার উদ্ধারকৃত লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন ছিল না তারপরও লাশের মৃত্যুর কারণ উদঘাটনের জন্য লশ মেডিক্যাল কলেজ হাসপাতালের মার্কেট পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি এটি মামলা করা হয়েছে বলে জানান।


আরো সংবাদ



premium cement