ফেনীতে মাসুম হত্যায় হাসিনা-কাদেরসহ আসামি ৬৫০
- ফেনী অফিস
- ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:২০
ফেনী শহরের মহিপালে ৪ আগস্ট আওয়ামী লীগ নেতা-কর্মীদের নির্বিচারে গুলিবর্ষণে কলেজছাত্র মাহবুবুল আলম মাসুম হত্যার ঘটনায় প্রায় ৬৫০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
মঙ্গলবার রাতে মাহবুবুল আলম মাসুমের ভাই মোহাম্মদ মাহমুদুল হাসান এ মামলা করেন।
জানা গেছে, মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খাঁন কামাল, নিজাম উদ্দিন হাজারী, লে. জে. অব. মাসুদ উদ্দিন চৌধুরীসহ ১৬২ জনের নাম উল্লেখ করে আরো ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
মামলায় উল্লেখ করেন, ৪ আগস্ট মহিপালে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে আওয়ামী লীগ নেতা-কর্মীদের গুলিবর্ষণে ছাগলনাইয়ার আবদুল হক চৌধুরী ডিগ্রি কলেজের ছাত্র মাহবুবুল আলম মাসুমের মাথা, বুকে ও পিঠে গুলি লাগে। পরে তাকে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। ৭ আগস্ট তার অবস্থা আশঙ্কাজনক দেখে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওইদিন সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
উল্লেখ্য, ৪ আগস্টের ঘটনায় এ নিয়ে ৭টি হত্যা মামলা হয়েছে। এসব মামলায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের এক হাজার ৬ শ’ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা