রাঙ্গামাটির হাজার মানুষ পানিবন্দী
- রাঙ্গামাটি প্রতিনিধি
- ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১৩:২১
রাঙ্গামাটিতে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। হ্রদের পানি বৃদ্ধিতে বাঘাইছড়ি, লংগদু, রাঙ্গামাটি সদর এবং নানিয়ারচর উপজেলার নিচু এলাকার কয়েক হাজার মানুষ এখনো পানিবন্দী হয়ে আছে। হ্রদে প্রয়োজনের চেয়ে বেশি উচ্চতায় পানি থাকায় হ্রদ তীরবর্তী এলাকাগুলো এখনো পানিতে তলিয়ে আছে।
পানির চাপ কমাতে কাপ্তাই বাধঁ খোলা রয়েছে। এতে কর্ণফুলীতে পানি স্রোত বেড়ে যাওয়ায় রাঙ্গমাটি-বান্দরবান রুটের চন্দ্রঘোনায় ফেরি চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার সকাল ৭টায় কাপ্তাই বাধেঁর স্পীল ওয়ের ১৬টি গেইট ৬০ ইঞ্চি পরিমাণ করে খুলে দেয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৭৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে আছড়ে পড়ছে।
এর আগে, রাঙ্গামাটি আবহাওয়া অফিস সোমবার রাতে শহরে ৬২ মিলিমিটার বৃষ্টির পরিমাপ রের্কড করেছে।
কাপ্তাইয়ের কর্ণফুলী পানি কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের জানান, রাঙ্গামাটিতে ভারী বৃষ্টিপাত ও উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি প্রতিনিয়ত বাড়ছে।
বর্তমানে কাপ্তাই লেকে পানির উচ্চতা ১০৮.৬৫ ফুট মীন সি লেভেল। এতে কাপ্তাই হ্রদ থেকে প্রতি সেকেন্ডে ৭৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে পড়ছে।
কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, কাপ্তাই হ্রদে ১০৮.৬৫ ফুট এমএসএল (মিনস সী লেভেল) পানি রয়েছে। লেকে পর্যাপ্ত পানি থাকায় বর্তমানে কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্র থেকে দৈনিক ৫টি ইউনিটে সর্বোচ্চ ২২০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা