২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সাবেক মন্ত্রী মোকতাদিরসহ আসামিদের গ্রেফতারে দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ

সাবেক মন্ত্রী মোকতাদিরসহ আসামিদের গ্রেফতারে দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ - ছবি : নয়া দিগন্ত

সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরীসহ হত্যা মামলার আসামিদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবিতে ও ফ্যাসিবাদী আওয়ামী সরকারের দুঃশাসনে তাদের দোসর কর্তৃক নিরীহ ছাত্র-জনতার ওপর অত্যাচারের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায়
বিক্ষোভ মিছিল করেছে সাধারণ ছাত্রজনতা।

সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে সর্বস্তরের ছাত্রজনতার অংশগ্রহণে শহরের পাওয়ার হাউজ রোড থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এতে বক্তব্য রাখে ছাত্র নেতা মইনুদ্দিন, মো: রিফাত, মো: দ্বীন ইসলাম, মো: সাকিবুল হাসান ও মো: নজরুল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ২০১৬ ও ২০২১ সালে সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরীর নির্দেশে ব্রাহ্মণবাড়িয়াতে হত্যাকাণ্ড গঠিত হয়। মোকতাদির চৌধুরীকে প্রধান আসামি করে একাধিক মামলা করা হয়েছে। পুলিশ-প্রশাসন এখনো কোনো আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়নি। আগামী ২৪ ঘণ্টার ভেতর যদি আসামিদের গ্রেফতার না করা হয় তাহলে ব্রাহ্মণবাড়িয়াতে আন্দোলনের দাবানল চলবে। তার জন্য দায়ভার নিতে হবে প্রশাসনকে।

এ সময় বক্তারা আরো বলেন, ২০২১ সালে ১৭ ছাত্র শহীদ হয়েছে। শহীদ হওয়া পরিবাররা সদর থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নিতে বিলম্ব করে। সমাবেশে হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল আসামিদের গ্রেফতারের দাবি জানানো হয়।


আরো সংবাদ



premium cement
সমস্ত সভ্যতার জন্য ন্যায়বিচার, সমতা ও স্থায়িত্ব নিশ্চিত করার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার সাবেক কৃষিমন্ত্রী ১ দিনের রিমান্ড মঞ্জুর আইনজীবী হত্যার ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার ৬ : প্রেস উইং ওয়ানডেতে বাংলাদেশের মেয়েদের রেকর্ড সংগ্রহ স্ত্রী হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তারের জামিন দুই হত্যা মামলায় সাবেক এমপি সোলাইমান ৭ দিনের রিমান্ডে বৃহস্পতিবার থেকে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে চলবে জাহাজ বড় পুকুরিয়া কয়লাখনির দুর্নীতি মামলা থেকে খালেদা জিয়ার অব্যাহতি শহীদ ডা. মিলনের সমাধিতে পেশাজীবী পরিষদের শ্রদ্ধা আইনজীবী সাইফুল হত্যা : সুপ্রিম কোর্টসহ সকল বারে বিক্ষোভ সমাবেশ পানছড়ি হাসপাতালে অগ্নিদগ্ধ রোগীর ফাঁস দিয়ে আত্মহত্যা

সকল