২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নোয়াখালীতে সাপের কাটায় হাসপাতালে ২৫৫ জন

নোয়াখালীতে সাপের কাটায় হাসপাতালে ২৫৫ জন - ছবি : নয়া দিগন্ত

নোয়াখালীর বন্যাদুর্গত এলাকায় সাপের কাটায় ২৫৫ জন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে বন্যা কবলিত এলাকায় মানুষদের মধ্যে সাপ কাটা আতঙ্ক বিরাজ করছে।

জানা গেছে, বন্যার পানিতে পুরো জেলা যখন পানির ওপর ভাসছিল, ঠিক তখনি বন্যাদুর্গত এলাকা থেকে প্রতিদিন সাপে কাটা রোগী হাসপাতালে ভর্তি হচ্ছিল। গত ২৪ ঘণ্টায় সাপে কাটায় ২৫ জন রোগী হাসপাতালে ভর্তি করা হয়। ১৪ দিনে ভর্তি হয় হয় ২৫৫ জন রোগী। বিষয়টি নিশ্চিত করেন ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ২৫ রোগী হাসপাতালে ভর্তি করা হয়। গত ২ সপ্তাহে ২৫৫ জনকে চিকিৎসা দেয়া হয়। টানা ভারীবর্ষণ ও ভারত থেকে ধেয়ে বন্যার পানিতে তলিয়ে গেছে নোয়াখালী পৌর সভা, চেীমুহনী পৌর সভাসহ জেলার আটটি উপজেলা। বন্যার পানিতে নিমজ্জিত মানুষগুলোর মধ্যে কেউ কেউ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নেয়। আবার কেউ আশপাশের ফাঁকা দালানে আশ্রয় নেয়। অনেকে অতিকষ্টে নিজ ঘরে রয়েছে। এরই মাঝে শুরু হয় সাপ আতঙ্ক।

আবাসিক মেডিক্যাল অফিসার সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম আরো বলেন, বন্যাকবলিত এলাকার মাঠে-ঘাটে কিংবা বাসাবাড়িতে কাজকর্ম করার সময় সাপ তাদের দংশন করে। বন্যার কারণে এসব সাপ গর্ত থেকে বাইরে আসছে বলে ধারণা করছে স্থানীয়রা।


আরো সংবাদ



premium cement
সমস্ত সভ্যতার জন্য ন্যায়বিচার, সমতা ও স্থায়িত্ব নিশ্চিত করার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার সাবেক কৃষিমন্ত্রী ১ দিনের রিমান্ড মঞ্জুর আইনজীবী হত্যার ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার ৬ : প্রেস উইং ওয়ানডেতে বাংলাদেশের মেয়েদের রেকর্ড সংগ্রহ স্ত্রী হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তারের জামিন দুই হত্যা মামলায় সাবেক এমপি সোলাইমান ৭ দিনের রিমান্ডে বৃহস্পতিবার থেকে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে চলবে জাহাজ বড় পুকুরিয়া কয়লাখনির দুর্নীতি মামলা থেকে খালেদা জিয়ার অব্যাহতি শহীদ ডা. মিলনের সমাধিতে পেশাজীবী পরিষদের শ্রদ্ধা আইনজীবী সাইফুল হত্যা : সুপ্রিম কোর্টসহ সকল বারে বিক্ষোভ সমাবেশ পানছড়ি হাসপাতালে অগ্নিদগ্ধ রোগীর ফাঁস দিয়ে আত্মহত্যা

সকল