আবারো বেড়েছে কাপ্তাই হ্রদের পানি, খুলে দেয়া হয়েছে ১৬টি গেট
- নয়া দিগন্ত অনলাইন
- ৩১ আগস্ট ২০২৪, ২২:২২
কয়েক দিনের বৃষ্টিপাতে উজান থেকে আসা পাহাড়ি ঢলে আবারো বেড়েছে রাঙ্গামাটি কাপ্তাই হ্রদের পানি। এতে হ্রদের পানির স্তর বিপৎসীমায় পৌঁছালে বাঁধের ১৬টি গেট দুই ফুট করে খুলে দেয়া হয়েছে। এখন প্রতি সেকেন্ডে ৩৯ হাজার কিউসেক পানি কর্ণফুলীতে নির্গত হচ্ছে।
শনিবার (৩১ আগস্ট) থেকে দুই ফুট করে জলকপাট খুলে দেয়া হয়। বর্তমানে পানির স্তর ১০৮ দশমিক ৮২ এমএসএল (মিনস সি লেভেল)। হ্রদের সর্বোচ্চ পানি ধারণ ক্ষমতা ১০৯ এমএসএল। এর আগে শুক্রবার জলকপাট এক ফুট খোলা থাকলেও রাতেই পানি বেড়ে যায়।
কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আবদুজ্জাহের বলেন, পানি বেড়ে যাওয়ায় দুই ফুট করে গেইট খুলে দেয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে পানি নিষ্কাশন হচ্ছে ৩৯ হাজার কিউসেক। পাশাপাশি বিদ্যুৎকেন্দ্রের ৫টি ইউনিট চালু রেখে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এতে ছাড়া হচ্ছে প্রতি সেকেন্ডে ৩২ হাজার কিউসেক পানি। তবে পানি ছাড়লেও ভাটি অঞ্চলের কোনো ক্ষতি হবে না।
জেলা প্রশাসন সূত্র জানিয়েছেন, হ্রদের পানির স্তর আবারো বেড়ে যাওয়ায় দুর্ভোগে হ্রদের নিম্নাঞ্চলের মানুষ। প্রায় ১৮ হাজার মানুষ পানিবন্দী।
উল্লেখ্য, গত ২৪ আগস্ট বিকেল ৩টায় কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্র একটি জরুরি নোটিশের মাধ্যমে পানি ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছিল। ওই দিন রাত ১০টায় পানি ছাড়ার কথা থাকলেও পর্যবেক্ষণ করার পর সময় পরিবর্তন করে ২৫ আগস্ট সকাল ৮টা ১০ মিনিট থেকে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি গেট ৪ ইঞ্চি করে খুলে দেয়া হয়। এজন্য ভাটি অঞ্চলকে আগে জরুরি সতর্কবার্তা দেয়া হয়েছিল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা