নোয়াখালীতে ডায়রিয়ায় আক্রান্ত ৫৯৭, সাপেকাটা ২৬ জন হাসপাতালে ভর্তি
- মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস
- ৩১ আগস্ট ২০২৪, ২২:০২
নোয়াখালীতে বন্যাদুর্গত এলাকায় গত এক সপ্তাহে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে ৫৯৭ জন। শুধু শনিবার (৩০ আগস্ট) ডায়রিয়ায় ১২২ জন ও সাপেকাটা ২৬ জন ভর্তি হয়। গত এক সপ্তাহে ১৩৫ জনকে সাপে কেটেছে।
২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, ২২ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৯৭ জন। শনিবার এক দিনে ১২২ জন ভর্তি হয়। বিশুদ্ধ পানির অভাবে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে।
তিনি আরো বলেন, শনিবার সাপে কাটা ২৬ জন ভর্তি হয়। গত এক সপ্তাহে ১৩৫ জনকে সাপে কেটেছে।
এদিকে জেলার আটটি উপজেলায় ভারী বর্ষণ ও ভারত থেকে আসা পানিতে তলিয়ে গেছে নোয়াখালী। বন্যার পানিতে ডুবে গেছে টিউবওয়েলগুলো। এতে বিশুদ্ধ পানির সঙ্কট প্রকট আকার ধারণ করে।
উল্লেখ্য, অব্যাহত রেকর্ড পরিমাণ ভারী বর্ষণ ও ভারত থেকে আসা বন্যার পানিতে জেলা শহর মাইজদী, নোয়াখালীর পৌরসভার ৯টি ওয়ার্ড চৌমুহনী পৌরসভার সবকটি ওয়ার্ডের রাস্তা কোমর ও হাঁটু পরিমাণ পানিতে ডুবে গেছে। এছাড়া জেলার বেগমগঞ্জ, সোনাইমুড়ী, চাটখিল সেনবাগ, কোম্পানীগঞ্জ, কবিরহাট, সুবর্ণচর উপজেলার সব রাস্তাঘাট বাড়ি-ঘর হাঁটু ও কোমর পরিমাণ পানিতে তলিয়ে গেছে। পানি বৃদ্ধি পাওয়ায় শত শত মাছের খামারের মাছ ভেসে গেছে, পানিতে তলিয়ে গেছে আমন ধানের বীজতলা, শাক-সবজি। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। দিনমজুর খেটে খাওয়া মানুষগুলো কাজ করতে না পেরে মানবেতর জীবন যাপন করছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা