২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ফেনীতে বন্যার্তদের পাশে হাঙ্গার প্রজেক্ট

- ছবি : নয়া দিগন্ত

ফেনীর দাগনভূঞা, ফুলগাজী ও পরশুরামে ত্রাণ বিতরণ করেছে দি হাঙ্গার প্রজেক্ট ও সহযোগী সংগঠন।

শুক্রবার সকালে বেকেরবাজার সানরাইজ ইনস্টিটিউট প্রাঙ্গনে ত্রাণ বিতরণ উদ্বোধন করেন সুজন ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন।

দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়ক সৈয়দ মোহাম্মদ নাছির উদ্দিন, ফিল্ড কো-অর্ডিনেটর খোদেজা বেগম, ফেনী জেলা ইয়ুথ ভেলিন্টিয়াল ওয়ালিদ আব্দুল্লাহ, সুজন জেলা কমিটির যুগ্ম সম্পাদক মোরশেদ হোসেন, সোনাগাজী কমিটির সভাপতি শেখ আব্দুল হান্নান, দাগনভূঞা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন, যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী ইফতেখারুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

একই দিন ফুলগাজী ও পরশুরামে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়ক সৈয়দ মোহাম্মদ নাছির উদ্দিন জানান, ‘বন্যাদুর্গত ৩০০ পরিবারকে ত্রাণ সামগ্রী দেয়া হয়।’


আরো সংবাদ



premium cement