২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ভারতে পালিয়ে গিয়ে শেখ হাসিনা দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে : মুহাম্মদ শাহজাহান

- ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, ‘এ দেশের মানুষ আওয়ামী লীগকে আর চায় না। আওয়ামী লীগের দুর্নীতি, দু: শাসন ও ফ্যাসিস্ট আচরণে মানুষ পিষ্ট হয়ে পড়েছিল। ভারতে পালিয়ে গিয়েও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জুডিশিয়াল ক্যু, আনসার বিদ্রোহসহ দেশে আবারো ফ্যাসিবাদী নখর ফেলার অপচেষ্টায় লিপ্ত। লক্ষ-কোটি টাকা পাচার করে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে।’

শুক্রবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলার উখিয়া উপজেলা শাখা আয়োজিত বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা আমির মাওলানা আবুল ফজলের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী, সাবেক উখিয়া উপজেলা চেয়ারম্যান জামায়াত নেতা অ্যাডভোকেট একেএম শাহজালাল চৌধুরী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জাহিদুল ইসলাম, প্রচার সেক্রেটারি আল আমীন মু. সিরাজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য মোহাম্মদ শাহজাহান।

প্রধান অতিথি আরো বলেন, ‘দীর্ঘ প্রায় ১৬ বছর বাংলাদেশ এক অবরুদ্ধ জনপদ ছিল। ছাত্র সমাজের ঐতিহাসিক আন্দোলনের ফলশ্রুতিতে বাংলাদেশ অপার সম্ভাবনাকে ধারণ করে ৫ আগস্ট থেকে নতুন যাত্রা শুরু করেছে। আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকার দেশের সকল অঙ্গনে এক ব্যক্তির ইচ্ছা বাস্তবায়নের মেশিনে পরিণত করেছিল। ছাত্র আন্দোলনের মাধ্যমে যে বাংলাদেশ আমরা পেয়েছি সেই বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি ও গতিধারা নতুন করে বিনির্মাণ করতে হবে। অন্যথায় ছাত্র সমাজের ঐতিহাসিক ত্যাগ ব্যর্থতায় রূপান্তরিত হবে।’

উপজেলা সেক্রেটারি মাওলানা সোলতান আহমদ, সহকারী সেক্রেটারি আব্দুর রহিম ও আবদুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সম্মেলনে আরো বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমির মাওলানা নূরুল হক, শ্রমিক নেতা রিদওয়ানুল হক জিশান, জামায়াত নেতা আবুল হোছাইন, আবুল আলা রোমান, মাস্টার আবুল হাশেম, মাওলানা হোসাইন আহমেদ মাদানী, রুহুল আমিন, সাবেক ছাত্রনেতা দরবেশ আলী আরমান, অধ্যাপক শফিউল আলম, মুহাম্মদ জাহাঙ্গীর, মুহাম্মদ শাহজাহান, একেএম শাহজালাল চৌধুরী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জাহেদুল ইসলাম, প্রচার সেক্রেটারি আল আমিন মু, সিরাজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য মুহাম্মদ শাহজাহান প্রমুখ।


আরো সংবাদ



premium cement
ঢাকার কয়েকটি কলেজ ও চট্টগ্রামের আদালতে করা নৈরাজ্য একই সূত্রে গাঁথা : শিবির সভাপতি শ্রীনগরে নিখোঁজের ৩ দিন পর প্রবাসীর লাশ উদ্ধার রাঙ্গামাটি ও ঠাকুরগাঁওয়ে নতুন ডিসি ইসকন নিষিদ্ধে ১০ আইনজীবীর লিগ্যাল নোটিশ তিন ঘণ্টা পর আখাউড়া স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার শুরু রাষ্ট্র পরিগঠন করলেই কেবল আলিফের শাহাদাত অর্থবহ হয়ে উঠবে : মাহফুজ আলম ফেনীতে বিডিআর সদস্যদের মুক্তি ও পুনরায় চাকরির দাবিতে মানববন্ধন বিএনপির প্রতিনিধি দল যমুনায় লেবাননের সীমান্ত ক্রসিংয়ে ইসরাইলি হামলায় নিহত ৬ ‘ইসকন ভারতের দালাল ও আ’লীগের দোসর’ নিত্যপণ্যের আমদানি ও বিক্রয় মূল্যের মধ্যে ব্যবধান কমছে : অর্থ উপদেষ্টা

সকল