ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করাই জামায়াতের মূল লক্ষ্য
- পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
- ৩০ আগস্ট ২০২৪, ২৩:৩৮
‘ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর মূল লক্ষ্য। এই লক্ষ বাস্তবায়নে আমাদের সর্বস্তরের দ্বীনি ভাইদেরকে কঠোর সংগ্রামের মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে।’
আজ শুক্রবার (৩০ আগস্ট) চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়ীয়ায় বিশাল কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ শাখার সেক্রেটার মাওলানা বদরুল আলম এই কথা বলেন।
সাতবাড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে এবং মহানগর উত্তরের সাবেক সাহিত্য সম্পাদক মোহাম্মদ আরাফাতুজ্জামানের সঞ্চালনায় আয়োজিত বিশাল কর্মী সমাবেশে শেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য মো: সাইফুদ্দিন, উপজেলা জামায়াতের আমির মাওলানা আইয়ুব আলী।
বক্তব্য রাখেন দোহাজার সাঙ্গু সাংগঠনিক শাখার সভাপতি ডাক্তার আব্দুল জলিল, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুবুদ্দিন, চন্দনাইশ পৌরসভার আমীর কাজী কুতুব উদ্দিন, ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাবেক সভাপতি মোহাম্মদ নাসির উল্লাহ, ইসলাম ইসলামী ছাত্রশিবির যাত্রা মহানগর দক্ষিণের প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আতাউর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলার সম্পাদক মো: মোকাম্মেল, প্রকাশনা সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন।
আরো বক্তব্য রাখেন সাতকানিয়া কলেজ শাখার সভাপতি মোহাম্মদ হাবিবুল্লা, চন্দনাইশ দক্ষিণ থানা শাখার সভাপতি মোহাম্মদ গোলাম কিবরিয়া প্রমুখ।
কর্মী সমাবেশ শেষে সম্প্রতি বৈষম্যবিরোধী আন্দোলনে সকল দ্বীনি ভাইসহ অন্যান্য যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন চন্দনাইশ উপজেলা আমির মাওলানা আইয়ুব আলী।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা