জামায়াতে ইসলামীর চিন্তাধারা ন্যায়, ইনসাফ ও বৈষম্যহীন রাষ্ট্র কায়েম করা
- চট্টগ্রাম ব্যুরো
- ৩০ আগস্ট ২০২৪, ২১:২৪
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমির সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেছেন, আমরা নির্যাতিত ও নিপীড়িত হতে পারি। কিন্তু ক্ষান্ত হতে পারি না। জামায়াতে ইসলামীর চিন্তধারা ন্যায়, ইনসাফ ও বৈষম্যহীন একটি রাষ্ট্র কায়েম করা।
তিনি বলেন, জামায়াতে ইসলামী কোনো দুনিয়াবি আন্দোলন নয়। এই আন্দোলন আমরা দুনিয়াবি উদ্দেশ্যে করি না। একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই করে থাকি। জামায়াতে ইসলামী অতীতেও ত্যাগ শিকার করেছে এবং আগামীতেও আল্লাহর দ্বীন এই জামিনে কায়েম করতে দেশ ও দেশের মানুষের জন্য যেকোনো ত্যাগ শিকার করতে প্রস্তুত।
শুক্রবার নগরীর পতেঙ্গা থানা জামায়াতের উদ্যোগে নগরীর একটি কনভেশন সেন্টারে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
পতেঙ্গা থানা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, নগর জামায়াতের নায়েবে আমির বিশিষ্ট পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান।
পতেঙ্গা থানা সেক্রেটারি মুহাম্মদ সেলিমের সঞ্চালনায় কর্মী সম্মেলনে আরো বক্তব্য রাখেন মহানগরী মজলিশে শূরার সদস্য ও পতেঙ্গা থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাম্মদ এনামুল কবির, ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম, পতেঙ্গা থানা জামায়াতের নায়েবে আমির উপাধ্যক্ষ ড. আব্দুল মোত্তালেব, ৪০ নম্বর ওয়ার্ড আমির মাওলানা মুহাম্মদ ইউসূফ, ৪১ নম্বর ওয়ার্ড আমির মাওলানা বেলাল হাছন, থানা কর্মপরিষদ সদস্য মুহাম্মদ ইউসুফ, ছাত্রশিবিরের পতেঙ্গা থানা সভাপতি আকিব বিন ইউসূফ ও পতেঙ্গা আবাসিক সভাপতি মুহাম্মদ ওয়াজুদ্দিন প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে নগর নায়েবে আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, এ প্রেক্ষাপট পরিবর্তনের পেছনে হাজার হাজার মানুষের শাহাদাতের বিনিময় রয়েছে। শত শত মানুষকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। অনেকে আহত অবস্থায় বিভিন্ন মেডিক্যালে আইসিইউতে কাতরাচ্ছে। অনেক পরিবার বিপর্যস্ত। অসংখ্য ত্যাগ ও কুরবানির কারণে ৫ আগস্ট আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতাকে কাজে লাগিয়ে আমাদেরকে দ্বীনের জন্য কাজ করতে হবে।
বায়েজিদ জামায়াতের কর্মী সম্মেলন
এদিকে বায়েজিদ থানা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, গত ১৫ বছরে জামায়াতে ইসলামীর পরিচয় দিয়ে আমরা মাঠে নামতে পারিনি। অনেকে ঘরে থাকতে পারে নাই। আমাদের এই ত্যাগ কুরবানি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। জামায়াতে ইসলামী বাংলাদেশের ১৮ কোটি মানুষের মুক্তির জন্যে রাজনীতি করেন। সাম্রাজ্যবাদী গোষ্ঠী ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আল্লাহ তায়ালা ইসলামকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করবেন।
তিনি বলেন,আওয়ামী লীগের ষড়যন্ত্র রুখে দিয়েছে বাংলার ছাত্র-জনতা। এ দেশকে অর্ন্তবর্তীকালীন সরকার যেভাবে সংস্কার করতে চাচ্ছেন, আমরা এ সরকারকে সর্বাত্মকভাবে সহযোগিতা করব ইনশাআল্লাহ।
বায়েজিদ থানা জামায়াতের উদ্যোগে একটি কনভেনশন হলে থানা আমির মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও চট্টগ্রাম মহনগরীর নায়েবে আমির ড. আ জ ম ওবায়েদুল্লাহ ও মুহাম্মদ নজরুল ইসলাম, নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার, ফয়সাল মুহাম্মদ ইউনুস ও মোরশেদুল ইসলাম চৌধুরী, নগর সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা