নৌবাহিনীর উপস্থিতিতে খোলা হলো নিঝুমদ্বীপের বন্ধ থাকা দোকান
- হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
- ৩০ আগস্ট ২০২৪, ১৮:৪৪
সরকার পতনের পর নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন নিঝুমদ্বীপ ইউনিয়নে কয়েকটি দোকান-ঘর বন্ধ করে দেয় প্রতিপক্ষরা। নৌবাহিনীর উপস্থিতিতে ওই সকল দোকান খুলে দেয়া হয়েছে।
শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে নিঝুমদ্বীপ ইউনিয়নের নামার বাজারে নৌবাহিনীর উপস্থিতিতে বন্ধ দোকানগুলো খোলেন দোকান মালিকরা।
জানা যায়, গত ৫ ডিসেম্বর সরকার পতনের পর তৎকালীন ক্ষমতাশীল কয়েকজন দোকান মালিক ভয়ে দোকান বন্ধ রাখে এবং কিছু দোকান কয়েকজন প্রভাবশালী প্রতিপক্ষ বন্ধ করে দেন। বিষয়গুলো নিয়ে গত কয়েক দিন নৌবাহিনীর কাছে অভিযোগ জমা হতে থাকে। অভিযোগের ভিত্তিতে শুক্রবার বিকেলে নিঝুমদ্বীপ নামার বাজারে নৌবাহিনী পরিদর্শনে আসেন এবং উপস্থিত জনসাধারণের খোঁজ-খবর নিয়ে বন্ধ থাকা দোকানগুলো খুলে দিতে সহযোগিতা করেন। সেই সাথে বাজারের ব্যবসায়ী এবং জনসাধারণের নির্বিঘ্নে ব্যবসা-বাণিজ্য চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
নৌবাহিনী জানায়, হাতিয়ার মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে আমরা অভিযান পরিচালনা করে আসছি। কোনো অপরাধীকে ছাড় দেয়া হবে না। দ্বীপের শান্তি-শৃঙ্খলা রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা