২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ফেনী নদীতে নিখোঁজ ২ কিশোরের সন্ধান মেলেনি, উদ্ধার অভিযান সমাপ্তি ঘোষণা

ফেনী নদীতে নিখোঁজ ২ কিশোরের সন্ধান মেলেনি, উদ্ধার অভিযান সমাপ্তি ঘোষণা - নয়া দিগন্ত

খাগড়াছড়ি জেলার রামগড়ে ভারত সীমান্তবর্তী ফেনী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ দুই কিশোরের সন্ধান দুই দিনেও মেলেনি। আজ শুক্রবার দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান পরিচালনা করে চট্টগ্রাম থেকে আসা ফায়ার সর্ভিস বিভাগের ডুবুরি দল ও স্থানীয়রা।

শুক্রবার দুপুর ২টায় ফেনী নদীতে দুই ঘণ্টার উদ্ধার অভিযান শেষে নিখোঁজদের লাশের কোনো সন্ধান না পেয়ে অভিযানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন ফায়ার সার্ভিস -এর চট্টগ্রাম আগ্রবাদ -এর ডুবুরি দলের সাব অফিসার মো: জসিম উদ্দন।

তিনি জানান, প্রচণ্ড স্রোত আর বালির কারণে অভিযান পরিচালনা করতে বেগ পেতে হয়। তিনি স্থানীয় নদীর তীর পাহারা দেয়ার এবং লাশ দেখা গেলে তাদের খবর দেয়ার কথা জানান।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সকাল ১০টায় উদ্ধার অভিযান শুরু করার কথা থাকলেও বোট না পাওয়ায় অনিশ্চয়তা দেখা দেয়। একপর্যায়ে স্থানীয়রা বোট সংগ্রহ করে নিয়ে এলে দুপুর ১২টায় উদ্ধার অভিযান শুরু হয়। চলে দুপুর ২টা পর্যন্ত।

রামগড়ে ভারত সীমান্তবর্তী ফেনী নদীতে মাছ ধরতে গিয়ে বুধবার বিকেল ৩টায় বল্টুরাম টিলা এলাকায় মো: নয়ন (১২) ও বৃহস্পতিবার বিকেল ৪টায় ফেনীরকুলের নামার চর এলাকায় বাদশা (১৬) নদীতে ডুবে যায়।

উল্লেখ্য, স্মরণকালের ভয়াবহ বন্যার পর গত ৩ থেকে ৪ দিন ধরে শতশত মানুষ রাত-দিন রামগড়ের ফেনীরকুলের নামার চর এলাকায় বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী ফেনী নদীতে মাছ ধরে আসছিল। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে হাটহাজারী, ফটিকছড়ি, ফেনীসহ বিভিন্ন স্থান থেকে প্রতিদিন কয়েক হাজার সৌখিন এবং পেশাদার মৎস্য শিকারী ফেনী নদীতে মাছ ধরতে জড়ো হয়।


আরো সংবাদ



premium cement
রাঙ্গামাটি ও ঠাকুরগাঁওয়ে নতুন ডিসি ইসকন নিষিদ্ধে ১০ আইনজীবীর লিগ্যাল নোটিশ তিন ঘণ্টা পর আখাউড়া স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার শুরু রাষ্ট্র পরিগঠন করলেই কেবল আলিফের শাহাদাত অর্থবহ হয়ে উঠবে : মাহফুজ আলম ফেনীতে বিডিআর সদস্যদের মুক্তি ও পুনরায় চাকরির দাবিতে মানববন্ধন বিএনপির প্রতিনিধি দল যমুনায় লেবাননের সীমান্ত ক্রসিংয়ে ইসরাইলি হামলায় নিহত ৬ ‘ইসকন ভারতের দালাল ও আ’লীগের দোসর’ নিত্যপণ্যের আমদানি ও বিক্রয় মূল্যের মধ্যে ব্যবধান কমছে : অর্থ উপদেষ্টা উপজেলা নির্বাচনে বাদ যেতে পারে নারী ভাইস চেয়ারম্যান পদ হাইকোর্টের নজরে ইসকন-চট্টগ্রামের ঘটনা : আদালতকে পদক্ষেপ জানাবে সরকার

সকল