২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

৭ বছরেও খোঁজ মেলেনি বান্দরবানের ছাত্রনেতা সেই জয়নালের

এখনো আশায় বুক বেঁধে আছেন মা-বাবা
নিখোঁজ জয়নাল - ছবি : নয়া দিগন্ত

২০১৭ সালে বান্দরবান শহরের বালাঘাটা এলাকা থেকে নিখোঁজ হন জেলা ছাত্র শিবিরের তৎকালীন সদস্য জয়নাল আবেদিন (২৩)। নিখোঁজের সাত বছর পরেও তার কোনো খোঁজ মেলেনি। তার পরিবারের সদস্যরা খোঁজ নিয়েছেন ঢাকা ময়মনসিংহ সহ বিভিন্ন জায়গায়। হয়তো আটক করে রাখা হয়েছে আয়নাঘরে। সেখানেও খোঁজ না পাওয়ায় পরিবারের সদস্যরা এখন হতাশ। হয়তো জয়নাল আর ফিরবে না ঘরে। পরিবারের অন্য সদস্যরা হতাশায় বুক ভাসালেও আশা ছাড়েননি জয়নাল আবেদীনের মা-বাবা। তাদের ছেলে আয়না ঘর থেকে ফিরে আসবেন এই আশায় বুক বেঁধে রয়েছেন তারা।

এদিকে সারাদেশে নিখোঁজ ও গুমের তালিকায় জেলা জামায়াত ইসলামী জয়নালের নাম পাঠিয়েছে কেন্দ্র। এ ঘটনায় যারা জড়িত তাদের শাস্তির দাবি করেছেন নেতারা। জয়নাল আবেদিনের বড় ভাই মো: আল কাউসার জানিয়েছেন, ২০১৭ সালে বান্দরবান সরকারি কলেজের ডিগ্রির প্রথম বর্ষের ছাত্র ছিলেন তার ছোট ভাই জয়নাল আবেদিন। সে সময় জেলা ছাত্রশিবিরের সদস্য ছিলেন জয়নাল। বান্দরবান শহরের উত্তর বালাঘাটার নূর মসজিদ এলাকায় ভাড়া বাসায় থাকতো সে। জুন মাসে ২০ রমজানে ওই এলাকা থেকে নিখোঁজ হয় সে। পরে খোঁজ নিয়ে জানা যায় র‍্যাব সদস্যরা জয়নাল আবেদীন ও ছাত্র শিবিরের অপর সদস্য মো: তারেককে ধরে নিয়ে যায়। ২০২০ সালের শেষ দিকে মো: তারেককে ছেড়ে দেয়া হয়। পরে তারেকের কাছ থেকে জানা যায়, র‍্যাব সদস্যরা এই দু’জনকে ধরে নিয়ে যায় ওই সময়। এ ঘটনার পর দীর্ঘ সাত বছরেও খোঁজ মেলেনি জয়নাল আবেদিনের।

মো: আল কাউসার আরো জানান তারেককে ময়মনসিংহে ছেড়ে দেয়া হয়েছিল সেখানে গিয়েও জয়নালের খোঁজ করা হয় কিন্তু পাওয়া যায়নি। নিখোঁজের পরপরই বান্দরবান সদর থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এক এক করে আয়না ঘর থেকে আটক সবাইকে মুক্তি দেয়া হয়। কিন্তু ফিরে আসেনি জয়নাল। সে আর বেঁচে নেই তাকে মেরে ফেলা হয়েছে আয়না ঘরে, এমনটাই মনে করে হতাশায় বুক ভাসাচ্ছেন তার ভাই কাউসারসহ পরিবারের সদস্যরা।

কিন্তু জয়নালের মা হোসনেয়ারা বেগম ও বাবা নূর মোহাম্মদ এখনো আশায় বুক বেঁধে আছেন। তারা মনে করছেন তার ছেলে আয়না ঘর থেকে ফিরে আসবে তাদের বুকে।

এ বিষয়ে জেলা জামায়াতের আমির আব্দুস সালাম আজাদ জানান, সারাদেশে রাজনৈতিকভাবে গুম হত্যা নিখোঁজের যে তালিকা চাওয়া হয়েছে সংগঠন থেকে জয়নালের নাম কেন্দ্রে পাঠানো হয়েছে। এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এর সাথে যারা জড়িত তাদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন এই নেতা।


আরো সংবাদ



premium cement