১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১, ৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

দুর্যোগপূর্ণ মুহূর্তে দেশের সব মানুষ ঝাঁপিয়ে পড়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

দুর্যোগপূর্ণ মুহূর্তে দেশের সব মানুষ ঝাঁপিয়ে পড়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা - নয়া দিগন্ত

স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এ এক মানবিক বাংলাদেশ। দুর্যোগপূর্ণ মুহূর্তে দেশের সব মানুষ ঝাঁপিয়ে পড়েছে। এটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

তিনি বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে। তবে এর জন্য সময় দিতে হবে।

সোমবার (২৬ আগস্ট) কুমিল্লার বুড়িচংয়ের সোনার বাংলা কলেজ মাঠে বন্যাদুর্গতদের আশ্রয়কেন্দ্রে পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে এ কথা বলেন তিনি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বন্যার পর নানামুখী সমস্যা দেখা দেবে, বিশেষ করে কৃষিতে। অনেক ফসলের মাঠ তলিয়ে গেছে, শাকসবজি শেষ, ধানের বীজতলা নষ্ট হয়ে গেছে। বন্যার পর আমরা উর্বর মাটি পাব। সে লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। আমরা বিকল্প স্থানে আমন ধানের বীজতলা তৈরি করছি। সবজির চারা উৎপাদন করা হচ্ছে। সবাই মিলে চেষ্টা করলে আমরা ঘুরে দাঁড়াব।

তিনি বলেন, কয়েকটি এলাকা পরিদর্শন শেষে মনে হয়েছে বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে। দুর্গম এলাকায় পৌঁছাতে সবারই সমস্যা হচ্ছে। পুলিশ, র‌্যাব, বিজিবি, কোস্টগার্ড, আনসার, বিমানবাহিনী উদ্ধার কাজ করছে। সেনাবাহিনী সবার সাথে সমন্বয় করছে। উদ্ধারকারীরা এসব এলাকায় পৌঁছাতে সাবধানতা অবলম্বন করবেন। অন্যের জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবনের ঝুঁকি তৈরি করবেন না।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সিনিয়র সচিব মশিউর রহমান, বিজিবির মহাপরিচালক আশরাফুজ্জামান সিদ্দিকী, বিজিবি সরাইল রিজিওনের কমান্ডার ব্রিগেডিয়া জেনারেল শহীদসহ অন্যরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement