২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১, ২৫ রজব ১৪৪৬
`

ফেনীতে হিন্দুদের মন্দির ও বাসাবাড়ি পাহারা দিচ্ছে জামায়াত-শিবির

ফেনীতে হিন্দুদের মন্দির ও বাসাবাড়ি পাহারা দিচ্ছে জামায়াত-শিবির - ছবি : নয়া দিগন্ত

ফেনীতে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাসা-বাড়ি জামায়াত-শিবির নেতাকর্মীরা পাহারা দিচ্ছে বলে জানিয়েছেন জেলা জামায়াতের আমীর এ কে এম সামছুদ্দীন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) তিনি বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে দুস্কৃতিকারীদের আক্রোশ থেকে রক্ষায় হিন্দু ধর্মালম্বীদের মন্দির ও বাসা-বাড়িতে পালাক্রমে পাহারা দিচ্ছে। একটি চক্র নাশকতা ঘটিয়ে দাঙ্গা লাগানোর অপচেষ্টা করছে। এ ব্যাপারে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

এ কে এম সামছুদ্দীন আরো বলেন, দেশে সংখ্যালঘু-সংখ্যাগুরু বলে কিছু নেই। সবাই এ দেশের নাগরিক। একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়ব। মন্দির ভাঙচুরের কিছু ভিত্তিহীন ঘটনা ফেসবুকে ছড়াচ্ছে। দুস্কৃতিকারীরা শান্তি-শৃঙ্খলা বিনষ্টের জন্য তৎপর রয়েছে। গত রাতে ফেনীতে মন্দিরে হামলার জন্য একটা গ্রুপ এসেছিল, পাহারারত জামাত-শিবির কর্মীরা তাদের প্রতিহত করেছে।

বৃহস্পতিবার বিকেলে ফেনী জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শহরের ট্রাংক রোডের কালিবাড়ি মন্দিরের অফিস কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ তপন। পরিষদের সাধারণ সম্পাদক লিটন সাহার সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি অ্যাডভোকেট সমীর চন্দ্র কর।

সভায় জামায়াতের জেলা সেক্রেটারি মুফতি আবদুল হান্নান, সহকারী সেক্রেটারি এ কে এম আবদুর রহীম, প্রচার সম্পাদক আ ন ম আবদুর রহীম, জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি হীরা লাল চক্রবর্তী, কালিবাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তপন দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় হিন্দু নেতারা পরিবর্তিত পরিস্থিতিতে জামায়াতের ভূমিকার প্রশংসা করেন।


আরো সংবাদ



premium cement
ছাত্র সংঘর্ষ : ঢাবি অধিভুক্ত সাত কলেজের সোমবারের চূড়ান্ত পরীক্ষা স্থগিত ছাত্র সংঘর্ষ : ঢাবির সোমবারের ক্লাস-পরীক্ষা স্থগিত ৩ সুপারিশে আপত্তি সিইসির র‌্যাবের সাবেক ডিজি হারুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দাম বাড়াতে সয়াবিন তেলের কৃত্রিম সঙ্কট সিন্ডিকেটের সাবেক সেনাপ্রধান কে এম সফিউল্লাহর ইন্তেকাল ট্রাইব্যুনালে পরোয়ানার ৭০ শতাংশ আসামি এখনো গ্রেফতার হয়নি শিক্ষা ও প্রযুক্তি খাতে চীনের সক্রিয় ভূমিকা প্রত্যাশা ডা: শফিকের ফ্যাসিবাদ ফিরে আসা ঠেকাতে জাতীয় ঐক্য গড়ে তোলা প্রয়োজন বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পুতুলের দায়িত্ব পালন দেশের জন্য মর্যাদাহানিকর : দুদক বাংলাদেশের সাথে উভয়ের লাভের সম্পর্ক চায় ভারত : প্রণয় ভার্মা

সকল