২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১, ২৫ রজব ১৪৪৬
`

ভেদাভেদ ও হানাহানি নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে গড়ে তুলি : শাহজাহান চৌধুরী

ভেদাভেদ ও হানাহানি নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে গড়ে তুলি : শাহজাহান চৌধুরী - ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগর আমির সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেছেন, ভেদাভেদ ও হানাহানি নয়, আসুন ঐক্যবদ্ধভাবে দেশকে গড়ে তুলি।

বৃহস্পতিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে দেওয়ানবাজারস্থ নগর জামায়াত কার্যালয়ে বিশিষ্ট ওলামা মাশায়েখ নেতৃবৃন্দের এর সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সুন্দর দেশ গড়ার প্রত্যয়ে একটি সফল আন্দোলনের মাধ্যমে আমাদের দেশের ছাত্র-জনতা আজ সাফল্যের একটি ঐতিহাসিক ধাপ অতিক্রম করেছে। এজন্য গত ১০-১৫ দিনে প্রাণ দিতে হয়েছে দেশের আপামর ছাত্র, শ্রমিক, শিক্ষক, সাংবাদিক, শিশু, নারী, পথচারীসহ সকল স্তরের মানুষকে। তাঁদের এই সর্বোচ্চ ত্যাগ ও কোরবানির মাধ্যমে বাংলাদেশ আজ একটি নতুন দিনের প্রত্যাশায় যাত্রা শুরু করেছে।

শাহজাহান চৌধুরী বলেন, সকলের স্বপ্ন একটি সুন্দর বাংলাদেশ গড়া। এই লক্ষ্যে আমাদের প্রাণের নগরী, বন্দর-নগরী চট্টগ্রামকেও সুন্দরভাবে সাজানোর দায়িত্ব আমাদের। নগরীতে যে ধ্বংস ভাঙচুর ও অস্থিতিশীল পরিস্থিতির তৈরি হয়েছে তা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। এরূপ কর্মকাণ্ড এই গণ-আন্দোলনের শহিদদের আত্মত্যাগের প্রতি অসম্মান প্রদর্শনের শামিল। যদি এই পরিস্থিতি চলমান থাকে তাহলে আমরা যা অর্জন করেছি তা অঙ্কুরেই বিনষ্ট হবে ও অতীতের সাথে এর কোনো পার্থক্য থাকবে না। তাই আসুন, আমরা সকল ধরনের প্রতিহিংসা দূরে ঠেলে দিয়ে জাতি ধর্ম-দল-নির্বিশেষে এক যুগে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করি। ঐক্যবদ্ধভাবে একটি সম্মৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি।

নগর জামায়াতের ওলামা বিভাগীয় দায়িত্বশীল মাওলানা মমতাজুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে অন্যদেরর মধ্যে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমির ড. আ জ ম ওবায়দুল্লাহ ও মুহাম্মদ নজরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন ও নগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার, নগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, নগর সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জান হেলালী প্রমুখ।

সম্মেলনে শাহজাহান চৌধূরী বলেন, আর যেন কোনো মায়ের বুক খালি না হয়, আর যেন দেশের কোনো সম্পদ বিনষ্ট না হয় এই লক্ষ্যে আমাদের চট্টগ্রামবাসীদেরও সহিংসতার পথ থেকে সরে আসতে হবে। নিজ নিজ এলাকার জনগণের জানমাল রক্ষায় একযোগে কাজ করতে হবে।


আরো সংবাদ



premium cement
ছাত্র সংঘর্ষ : ঢাবি অধিভুক্ত সাত কলেজের সোমবারের চূড়ান্ত পরীক্ষা স্থগিত ছাত্র সংঘর্ষ : ঢাবির সোমবারের ক্লাস-পরীক্ষা স্থগিত ৩ সুপারিশে আপত্তি সিইসির র‌্যাবের সাবেক ডিজি হারুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দাম বাড়াতে সয়াবিন তেলের কৃত্রিম সঙ্কট সিন্ডিকেটের সাবেক সেনাপ্রধান কে এম সফিউল্লাহর ইন্তেকাল ট্রাইব্যুনালে পরোয়ানার ৭০ শতাংশ আসামি এখনো গ্রেফতার হয়নি শিক্ষা ও প্রযুক্তি খাতে চীনের সক্রিয় ভূমিকা প্রত্যাশা ডা: শফিকের ফ্যাসিবাদ ফিরে আসা ঠেকাতে জাতীয় ঐক্য গড়ে তোলা প্রয়োজন বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পুতুলের দায়িত্ব পালন দেশের জন্য মর্যাদাহানিকর : দুদক বাংলাদেশের সাথে উভয়ের লাভের সম্পর্ক চায় ভারত : প্রণয় ভার্মা

সকল