চট্টগ্রামের আদালত চত্বরে বিক্ষোভকারীদের অবস্থান
- নয়া দিগন্ত অনলাইন
- ৩১ জুলাই ২০২৪, ১৪:০৪, আপডেট: ৩১ জুলাই ২০২৪, ১৪:০৭
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারাদেশে ‘ছাত্র-জনতার ওপর গণহত্যা, গণগ্রেফতার, হামলা, মামলা, গুম ও খুনের প্রতিবাদে’ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির অংশ হিসাবে বুধবার সকাল ১০টা থেকে চট্টগ্রামে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
চট্টগ্রামের স্থানীয় সাংবাদিক কমল দাশ বুধবার বেলা দেড়টার দিকে বিবিসিকে জানান, চট্টগ্রাম আদালত চত্বরে হাজারের বেশি আন্দোলনকারী আছেন।
এখন পর্যন্ত সেখানে বড় কোনো সহিংসতা না হলেও এদিন বেলা ১১টার দিকে পুলিশের সাথে কথা কাটাকাটি হয় আন্দোলনকারী শিক্ষার্থীদের। এক পর্যায়ে পুলিশ পাঁচজনকে ধরে ফেলে এবং তিনজন নারী শিক্ষার্থীকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।
তিনি জানান, ‘বাকি দুইজনকে পুলিশ ধরতে পারেনি। কারণ সাধারণ শিক্ষার্থীরা ওদের ছিনিয়ে নেয়।’
কমল দাশ আরো জানান যে বিক্ষোভকারীদের সমর্থনে কমপক্ষে দুই থেকে আড়াই শ’ আইনজীবীও সেখানে আছেন, যারা আন্দোলনকারীদেরকে ‘রক্ষা করছেন’।
চট্টগ্রাম আদালত চত্বরে এখন বিপুল সংখ্যক বিজিবি, পুলিশ ও আনসার মোতায়েন করা হয়েছে। সেইসাথে চত্বরের বাইরের সড়কে টহল দিচ্ছে সেনাবাহিনী।
শিক্ষার্থীদের চাওয়া কী, জানতে চাইলে তিনি বলেন, ‘ওরা বলছে…জাতিসঙ্ঘের মাধ্যমে আন্তর্জাতিক তদন্ত চায় আর আজ তারা সরকার পতনের প্ল্যাকার্ডও নিয়ে এসেছে।’