সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিএনপির নেতার
- মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
- ১২ জুলাই ২০২৪, ১৩:৫৬
চট্টগ্রামের মিরসরাইয়ে কাভার্ডভ্যানের চাপায় মো: কামরুল আলম (৪৮) নামের এক বিএনপি নেতা নিহত হয়েছে। শুক্রবার (১২ জুলাই) সকাল ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া দক্ষিণ বাইপাস এলাকার চক্ষু হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত কামরুল আলম উপজেলার মঘাদিয়া ইউনিয়নের কাজীর তালুক গ্রামের মো: খোরশেদ আলমের ছেলে। তিনি মঘাদিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত কামরুল আলম বাসযোগে ঢাকা থেকে ২০০ কিলোমিটার পথ পাঁড়ি দিয়ে বাড়ির অদূরে বড়তাকিয়া বাইপাস এলাকায় একটি বাস থেকে নেমে সড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি দ্রুতগামী বাস আরেকটি কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দিলে তিনি গাড়ির নিচে চাপা পড়েন। এ ঘটনায় বাসে থাকা অন্তন ২০ জন যাত্রী আহত হয়েছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী আব্দুল আউয়াল জানান, সকাল আনুমানিক ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমূখী লাইনে সড়কের পাশে হেঁটে বাড়ি ফিরছিলেন তিনি। এ সময় একটি দ্রুত গতির বাস অন্য একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে ওই ব্যক্তি গুরুত্বর আহত হলে স্থানীয়রা হাসপাতালে পাঠায়। বাসে থাকা যাত্রীরাও আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা।
মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হেলাল উদ্দিন জানান, কামরুল ভাই ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। কিন্তু বাড়ির কিছুদূর সামনে থেকে আর জীবিত ফিরতে পারলেন না। ঘাতক বাস মূহুর্তে কেড়ে নিলো তার প্রাণ। আমরা হারিয়েছি একজন দক্ষ নেতৃত্বকে। তার এই মৃত্যু অপূরনীয়। আমরা তার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করছি।
কামরুলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক গোলাম আকবর খোন্দকার, যুগ্ম আহবায়ক নুরুল আমিন, সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন, আব্দুল আউয়াল চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন সেলিম।।
কুমিরা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো. আলমগীর জানান, মো. কামরুল আলম নামের একজন রাস্তা পার হওয়ার সময় একটি বাস আরেকটি কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে তিনি গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এঘটনায় কাভার্ডভ্যান ও বাস পুলিশ হেফাজতে আছে।