১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চট্টগ্রামে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, মা-শিশুসহ নিহত ৪

চট্টগ্রামে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, মা-শিশুসহ নিহত ৪ - ছবি : নয়া দিগন্ত

চট্টগ্রামের পটিয়ায় লবণ বোঝাই ট্রাকের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-শিশুসহ চারজন নিহত হয়েছে। এ ঘটনায় অটোরিকশার চালকও নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ জুলাই) রাত সোয়া ১১টায় চট্টগ্রাম কক্সবাজার আরাকান মহাসড়কের মিলিটারি পোলের পটিয়া প্রান্তে হাক্কানী পেপার মিলের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের মোহাম্মাদ আলীর মেয়ে রুমি আকতার (৩০) ও একই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে ফাহিম (৫), অটোচালক বোয়ালখালী উপজেলার আহলা দরবার শরীফ এলাকার সোনামিয়ার ছেলে মো: আনোয়ার হোসেন ড্রাইভার (৩৭)। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।

পটিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা সাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিরি বলেন, ট্রাক ও অটোরিকশার সঙ্ঘর্ষে চারজন নিহত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দল ঘটনাস্থল থেকে মুমূর্ষ অবস্থায় দু’জনকে উদ্ধার করে পটিয়া হাসপাতালে নেয়। সেখানে তারা মারা যায়। অপর দু’জন ঘটনাস্থলেই মারা যায়। তবে তাদের একজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

পটিয়া থানার পুলিশ পরিদর্শক জসীম উদ্দীন বলেন, দুর্ঘটনা স্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত সিএনজি অটোরিকশা ও বালু বোঝাই ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


আরো সংবাদ



premium cement