কক্সবাজারে ফের পাহাড় ধসে শিশুর মৃত্যু
- আতিকুর রহমান মানিক, ঈদগাঁও (কক্সবাজার)
- ১২ জুলাই ২০২৪, ০৮:৫৭, আপডেট: ১২ জুলাই ২০২৪, ০৮:৫৯
কক্সবাজারের কলাতলী সৈকতপাড়ায় পাহাড় ধসে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাত ৮টায় এ ঘটনা ঘটে। উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তৎপরতার সাথে উদ্ধার কাজ চালিয়ে যান এবং পরিবারের সাত সদস্যকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন।
নিহত মীম একই এলাকার মো: সেলিমের মেয়ে।
স্থানীয় বাসিন্দা মনজুর আলম বলেন, গাছ এবং পাহাড় ধসে পড়ে ওই পরিবারটির ওপর। এতে পরিবারের সাত সদস্য চাপা পড়ে। পরে পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা মিলে তাদেরকে জীবিত উদ্ধার করলেও মিমকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
উল্লেখ্য, এছাড়াও এদিন সকালে শহরের ৬ ও ৭ নম্বর ওয়ার্ডে এবং ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ মুহুরিপাড়া এলাকায় পাহাড় ধসের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এক দিনে পাহাড় ধসে চারজনের মৃত্যু হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা