নগ্ন ছবি দিয়ে তরুণীকে ব্ল্যাক মেইল, প্রতারক স্বামী-স্ত্রী গ্রেফতার
- পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
- ১১ জুলাই ২০২৪, ২১:২১
চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় পরিচয় গোপন করে ঘটক সেজে গ্রামের নিরীহ গরিব বিবাহযোগ্য মেয়েদের নগ্ন ছবি সংগ্রহে ব্ল্যাকমেইল করে পরিবারের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে দুই প্রতারক স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে নারী-পুরুষ দুই প্রতারক স্বামী-স্ত্রীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পটিয়া থানা পুলিশ।
গ্রেফতাররা হলেন মফিজুর রহমান (৫৬), বাবা নুরুল ইসলাম, সাং জাঙ্গালিয়া পেকুয়া কক্সবাজার ও জুবাইদা বেগম (৩০), স্বামী মফিজুর রহমান। বর্তমান ঠিকানা চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়ায়।
পটিয়া থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ জসীম উদ্দীন নয়া দিগন্তে জানান, আসামি স্বামী-স্ত্রী চট্টগ্রামের পটিয়াসহ বিভিন্ন উপজেলায় বিবাহের ঘটক সেজে গ্রামের নিরীহ অসহায় কন্যাদায়গ্রস্থ পরিবারের বিবাহযোগ্য মেয়েদের মোবাইল নম্বর সংগ্রহ করে পরবর্তীতে তারা নিজেরাই স্বামীর ভাই বোন সাজে। মেয়েদের গায়ে তিল আছে কিনা তা যাচাই করার জন্য অসহায় সহজ-সরল মেয়েদের কাছ থেকে অভিনব উপায়ে নগ্ন ছবি সংগ্রহ করে এবং ওই ছবি দিয়ে তারা বিভিন্নভাবে প্রতারণা করে নিরীহ মেয়েদের বাবা-মার কাছ থেকে টাকা আদায় করে আসছিল। ওই ঘটনায় পটিয়া উপজেলার এক ভুক্তভোগী মেয়ের বাবা গ্রেফতারদের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ করেন। পুলিশ আসামিদের গ্রেফতারের প্রচেষ্টা চালায়। গোপন সংবাদ পেয়ে সাতকানিয়া থানা পুলিশের সহযোগিতায় প্রতারক এ দুইজনকে সাতকানিয়া বাজালিয়া থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পুলিশ পরিদর্শক জসীম উদ্দীন জানান, আসামিদের গ্রেফতারপূর্বক আদালতে চালান দেয়া হলে বিজ্ঞ আদালতে তারা তাদের দোষ স্বীকার করেন বলে নিশ্চিত করেছেন পটিয়া থানার পুলিশ পরিদর্শক জসীম উদ্দীন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা