কক্সবাজারে পাহাড় ধসে শিশুসহ নিহত ২
- আতিকুর রহমান মানিক, ঈদগাঁও (কক্সবাজার)
- ১১ জুলাই ২০২৪, ১১:২২, আপডেট: ১১ জুলাই ২০২৪, ১৩:১২
ভারী বৃষ্টির ফলে কক্সবাজারে পাহাড় ধসে ও মাটির দেয়ালের নিচে চাপা পড়ে শিশুসহ দু’জন নিহত হয়েছে।
বৃহস্পতিবার ভোর ৬টার দিকে কক্সবাজার পৌরসভার পল্লানকাটা ও সিকদার পাড়ার পাহাড়ি এলাকায় পৃথক দু’টি দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন স্থানীয় মোহাম্মদ আবদুল করিমের স্ত্রী জমিলা (২৮) ও মো: সাইফুল ইসলামের ছেলে হাসান (১০)।
বিষয়টি নিশ্চিত করে পৌর-কাউন্সিলর ওমর ছিদ্দিক লালু জানান, গতরাত থেকে শুরু হওয়া প্রবল বর্ষণে পাহাড়ের মাটি নরম হয়ে মোহাম্মদ করিমের টিনশেডঘরের উপর ধসে পড়ে। এতে জমিলা চাপা পড়লে পরিবারদের অন্য সদস্যরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপর এক ঘটনায় বসতবাড়ির মাটির দেয়ালের নিচে চাপা পড়ে কক্সবাজার পৌরসভার সিকদার পাড়া এলাকার মো: সাইফুল ইসলামের ১০ বছরের শিশুপুত্র মো: হাসান নিহত হয়।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিক্যল অফিসার আশিকুর রহমান জানান, কক্সবাজারে পাহাড় ধসের পৃথক দু’টি ঘটনায় দু’টি লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।