১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রাঙ্গামাটিতে ছেলেধরা সন্দেহে আটক ১

রাঙ্গামাটিতে ছেলেধরা সন্দেহে আটক ১ - ছবি : নয়া দিগন্ত

রাঙ্গামাটিতে ছেলেধরা সন্দেহে একজনকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

মঙ্গলবার দুপুর ২টার দিকে শহরের চম্পকনগর এলাকায় এই ঘটনা ঘটে।

আটক ব্যক্তির নাম বাচ্চু মিয়া।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হুমায়রা জান্নাত নামে এক মাদরাসাশিক্ষার্থী ক্লাস শেষে বাসায় ফিরছিলেন। তখন টং দোকানে বসে থাকা বাচ্চু মিয়া শিশুটির সাথে কথা বলে এবং হাতে টাকা নিয়ে তার সাথে যেতে বলে। শিশুটি যেতে না চাওয়ায় হাত ধরে টানাটানি একপর্যায়ে স্থানীয় চা বিক্রেতা এগিয়ে আসে। স্থানীয়রা লোকটিকে জিজ্ঞাসাবাদ শুরু করলে একপর্যায়ে মেয়েটি তার বলে দাবি করেন। পরে তিনি অসংলগ্ন কথা বলতে থাকলে তারা বাচ্চু মিয়াকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ বাচ্চু মিয়াকে রাঙ্গামাটি হাসপাতালে নিয়ে যায়।

রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলী বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আমাদের ফোর্স পাঠিয়েছি। শুনেছি আটক ব্যক্তিকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। আগে তাকে হাসপাতলে নিয়ে চিকিৎসা করানো হবে এবং পরে তাকে বিজ্ঞাসাবাদ করার পর বিস্তারিত জানা যাবে।

শিশুটির পরিবার মামলা করতে চাইলে পুলিশ আইনি পদক্ষেপ নেবে বলেও জানান তিনি।


আরো সংবাদ



premium cement