১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বাঁশখালীতে নিখোঁজের ২৮ দিন পর জঙ্গল থেকে যুবকের লাশ উদ্ধার

বাঁশখালীতে নিখোঁজের ২৮ দিন পর জঙ্গল থেকে যুবকের লাশ উদ্ধার - ছবি : নয়া দিগন্ত

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় নিখোঁজের ২৮ দিন পর বাড়ির পাশের জঙ্গল থেকে মোহাম্মদ ইরফান (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

সোমবার (৮ জুলাই) সকালে উপজেলা সাধনপুর পাহাড়ি এলাকা বড়ডেইল নামক জঙ্গল থেকে গলিত অবস্থায় ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত এরফান একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মোকাম পাড়ার আব্দুল জলিলের ছেলে বলে জানিয়েছেন বাঁশখালী রামদাস হাট পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক তপন কান্তি বাগচী।

তিনি জানান, গত ১১ জুন খেয়ে বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে তার পরিবারের পক্ষ থেকে ১২ জুন বাঁশখালী থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়।

স্থানীয়দের সংবাদের ভিত্তিতে জঙ্গল থেকে ও যুবকের গলিত লাশটি উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা গলিত লাশের পরনের কাপড় দেখে ইরফানকে সনাক্ত করে।

বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক তদন্ত সুধাংশু শেখর হাওলাদার বিকেলে নয়া দিগন্তকে জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মধ্যে পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement