০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

কোটা সংস্কারের দাবিতে ফেনীতে শিক্ষার্থীদের মানববন্ধন-বিক্ষোভ

কোটা সংস্কারের দাবিতে ফেনীতে শিক্ষার্থীদের মানববন্ধন-বিক্ষোভ - ছবি : নয়া দিগন্ত

সরকারি চাকরিতে কোটা-পদ্ধতি বাতিল ও ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালসহ চার দফা দাবিতে ফেনীতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার (৬ জুলাই) দুপুর ১২টার দিকে শহরের ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন ও বিক্ষোভ শেষে প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের জিরোপয়েন্ট অবস্থান করে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ ব্যানারে সাধারণ শিক্ষার্থী। এসময় কিছুসময় যান চলাচলের ব্যাঘাত ঘটে।

সড়কে অবস্থান নেয়ার আগে মানববন্ধনে শিক্ষার্থীরা ২০১৮-এর পরিপত্র পুনর্বহাল আহ্বান জানিয়ে দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তারা। এ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট তৃতীয় বর্ষের শিক্ষার্থী তানজিমুল ইসলাম নিশাত বলেন, ‘আমরা চাইনা আমাদের চাকরিতে বৈষম্য হোক। মুক্তিযোদ্ধাসহ সকল ধরনের কোটা বাতিল করতে হবে। আমরা বলবো, মেধাবীদের সুযোগ না দিয়ে মুক্তিযোদ্ধাদের নাতি-পুতিদের কেন সুযোগ দেয়া হবে। আমরা বলছি না মুক্তিযুদ্ধাদের সুযোগ সুবিধা বন্ধ করে দেয়া হোক। তাদের বরং ভাতা বাড়াতে পারেন। তাদের অন্যদিকগুলোতে সুবিধা বাড়িয়ে সম্মান দিতে পারেন।’

ফেনী সরকারি কলেজের গণিত চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাজিম বলেন, ‘আমরা চাই ২০১৮ সালের যে পরিপত্র তা পুনর্বহাল করা হোক। মেধাবীদের মূল্যায়ন করা হোক। যদি আমাদের দাবি আদায় না হয় তাহলে আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব।’

আবদুল আজিজ নামের এক আরেক শিক্ষার্থী বলেন, ‘বঙ্গবন্ধুর বাংলাদেশে কোনো বৈষম্য চলবে না। আমরা চাই মেধারভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগ দেয়া হোক। আমরা চাই ২০১৮ সালের পরিপত্র সরকার পুনর্বহাল করবে। না হয় আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।’


আরো সংবাদ



premium cement
সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হাসিনাকে ফিরিয়ে আনা সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের প্রস্তুত রাখতে হবে : প্রধান উপদেষ্টা খাদ্যগুদাম তৈরিতে পরামর্শক খরচই ২৯০ কোটি টাকা তারেক রহমানের বিরুদ্ধে ৪ মামলা বাতিলের রায় বহাল সফটওয়ার শিল্পে কর্মসংস্থান ও বিদেশী মুদ্রা হারানোর শঙ্কা তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন : সালাহউদ্দিন বাধ্যতামূলক ছুটি ৬ ব্যাংকের এমডিকে ভয়ঙ্কর রূপে তালিকাভুক্ত ৯৭৯ ছিনতাইকারী ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ ও গোয়েন্দাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ সেন্টমার্টিন রক্ষায় বিশ্বমানের উদ্যোগ আরামকোর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে বাংলাদেশে স্বাগত জানানো হয়নি : সৌদি রাষ্ট্রদূত

সকল