নোয়াখালীতে ২৪ ঘণ্টায় ৬৪ জন গ্রেফতার
- নোয়াখালী অফিস
- ০৬ জুলাই ২০২৪, ১৭:৪৫
নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় ৬৪ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৬ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান। এর আগে, একাধিক উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে সুধারাম মডেল থানায় জিআর পরোয়ানাভুক্ত দুইজন, জিআর গ্রেফতার পরোয়ানামূলে একজন ও নিয়মিত মামলায় চারজনসহ মোট সাতজন। সেনবাগ থানায় সিআর পরোয়ানামুলে তিনজন, সাজা জিআর পরোয়ানামুলে একজন, পুলিশ আইনের ৩৪ ধারায় একজনসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়।
সোনাইমুড়ী থানায় রিকলমুলে ৩টি জিআর পরোয়ানা ও ১টি সিআর পরোয়ানাসহ ৪টি গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি করা হয়। হাতিয়া থানা নিয়মিত মামলায় একজন, সিআর পরোয়ানা মূলে একজন এবং জিআর পরোয়ানা মূলে একজনসহ তিনজন আসামি গ্রেফতার হয়।
চাটখিল থানা সিআর পরোয়ানামুলে ১জন, কবিরহাট থানা রিকলমুলে জিআর ১জনসহ মোট জেলায় ৬৪জন।
এসপি আসাদুজ্জামান বলেন, আসামিদের বিচারিক আদালতে সোপর্দ করা হয়। বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা