০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ১ মহররম ১৪৪৬
`

বটি দিয়ে কুপিয়ে মাকে হত্যা করল ছেলে

বটি দিয়ে কুপিয়ে মাকে হত্যা করল ছেলে - ছবি : নয়া দিগন্ত

কুমিল্লার লাকসামে বৃদ্ধা মাকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে ছেলে।

শুক্রবার (৫ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার লাকসাম পূর্ব ইউনিয়নের (নরপাটির) এলাইচ পশ্চিম পাড়া মিয়াজি বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত নুরজাহান বেগম (৯০) উপজেলার লাকসাম পূর্ব ইউনিয়নের এলাইচ পশ্চিম পাড়া মিয়াজি বাড়ির মরহুম মৌলভী হাবিবুর রহমানের স্ত্রী। ঘাতক বাহার (৫৫) নিহত নুরজাহান বেগমের সাত ছেলে ও এক মেয়ের মধ্যে সবার বড়।

স্থানীয় লোকজন জানায়, ঘাতক আহসানুজ্জামান বাহার বেকার অবস্থায় নিজ বাড়িতে বসবাস করেন। সে জন্মসূত্রে মানসিক রোগী। মানসিক সমস্যা থাকায় বিয়ের পরপরই তার স্ত্রী তাকে তালাক দিয়ে চলে যায়। এরপর থেকেই মায়ের সাথেই থাকেন তিনি। ঘটনার সময় তার মা টুকরি আনতে বলায় রেগে গিয়ে রান্না ঘরের সামনে পড়ে থাকা বটি দা দিয়ে ঘাড়ে উপর্যুপুরি কোপায়। এতে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন মা নুরজাহান বেগম।

এ সময় বাহারের একমাত্র বোন দেখে দৌড়ে এলে মায়ের লাশ ফেলে ছেলে পালিয়ে যায়। পরে পুলিশ এসে গ্রামবাসীর সহযোগিতায় তাকে আটক করে থানায় নিয়ে যায়।

খবর পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমেদ ঘটনাস্থলে ছুটে আসন।

স্থানীয় সামাজিক ব্যক্তিত্ব মো: তাজুল ইসলাম বলেন, বাহার ছোটকাল থেকেই মানসিক সমস্যায় ভোগছেন। আমরা তাকে পাগলা বাহার নামে ডাকি। সবসময় তার মাথা গরম থাকে। একটু এদিক-সেদিক হলেই সে পাগলামী শুরু করে।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহাবুদ্দিন খান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। অভিযুক্তকে আটক করা হয়েছে। তাকে কুমিল্লা আদালতে পাঠানো হবে।


আরো সংবাদ



premium cement
কাশ্মিরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ভারতীয় ৪ সেনা কর্মকর্তা নিহত মুদ্রানীতি ঘোষণা ১৮ জুলাই খোঁজ মেলেছে মেঘনায় ডুবে যাওয়া ড্রেজারের, এখনো নিখোঁজ ৫ শ্রমিক তিস্তার পানি চুক্তি নিয়ে ফের সরব মমতা ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার আসামি জালাল গ্রেফতার রাজনৈতিক অচলাবস্থা নিরসনে ব্যর্থ ম্যাক্রো’র ফ্রান্সে অস্থিরতা সিলেটে বন্যার মধ্যেই মঙ্গলবার এইচএসসি পরীক্ষা শুরু রফতানির সঠিক তথ্য প্রকাশে বাংলাদেশ ব্যাংক-এনবিআরের সাথে সমন্বয় করবে ইপিবি ডিএনসিসির মশা নিধন অভিযান : লার্ভা পাওয়ায় ১ লাখ ৫৩ হাজার টাকা জরিমানা খেলাপি ঋণ কমাতে এবার ‘এক্সিট সুবিধা’ পশ্চিমা বিশ্বের কাছে মোদির রাশিয়া সফরের তাৎপর্য কী?

সকল