১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে একজনকে গলা কেটে হত্যা

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে একজনকে গলা কেটে হত্যা - প্রতীকী ছবি

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এক রোহিঙ্গাকে গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা।

বুধবার (৩ জুলাই) ভোরে উখিয়া ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বর্ধিত অংশে পাহাড়ি এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত রোহিঙ্গা ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের মরহুম আলী আহমেদের ছেলে নুর মোহাম্মদ (৩০)। পেশায় তিনি রোহিঙ্গা ক্যাম্পের একটি মক্তবের শিক্ষক।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: শামীম হোসেন জানান বুধবার ভোরে ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বর্ধিত অংশে ডি ব্লকে মসজিদে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় নুর মোহাম্মদকে একদল রোহিঙ্গা সন্ত্রাসী গতিরোধ করে তাকে ধারালো দা দিয়ে কুপিয়ে এবং গলা কেটে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে এপিবিএন পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে। পরে থানা পুলিশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম জানান, ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ এই হত্যাকাণ্ড সংঘটিত করতে পারে ধারণা করা হচ্ছে।


আরো সংবাদ



premium cement