রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ২ জনের প্রাণহানি
- নয়া দিগন্ত অনলাইন
- ০৩ জুলাই ২০২৪, ১৫:৫৭
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড় ধসে ২ জনের প্রাণহানি হয়েছে।
বুধবার (৩ জুলাই) ভোররাতে উখিয়ার ৮ ও ১১ নম্বর ক্যাম্পে ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন মোহাম্মদ সিফাত (১৩) ও আনোয়ার ইসলাম (২৭)। এদের মধ্যে মোহাম্মদ সিফাত বাংলাদেশী।
উখিয়া উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ২ জনের প্রাণহানি হয়েছে। ফায়ার সার্ভিস তাদের লাশ উদ্ধার করেছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন জানান, উখিয়া ৮ ও ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় এক স্থানীয় শিশু ও একজন রোহিঙ্গার প্রাণহানি হয়েছে। তাদের লাশ উদ্ধার করা হয়েছে।
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা