নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত
- নোয়াখালী অফিস
- ০২ জুলাই ২০২৪, ২২:১৯
নোয়াখালীর সুবর্ণচর উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা মো: হাফিজ উল্লাহ নোয়াখালী কোর্টে মামলায় হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন।
মঙ্গলবার (২ জুলাই) বিকেলে চরজব্বর-সোনাপুর সড়কে আহত হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে তিনি মারা যান।
নিহত মাওলানা মো: হাফিজ উল্লাহ সুবর্ণচর উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ছিলেন।
জানা যায়, গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে ইন্তিকাল করেন।
তার মৃত্যুতে নোয়াখালী জেলা জামায়াত আমির ইসহাক খন্দকার, সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন, সুবর্ণচর উজেলা জামায়াতের আমির মাওলানা জামাল উদ্দিন ও উপজেলা জামায়াত সেক্রেটারি মাওলানা জামান উল্লাহ মুকুল গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।
জামায়াত নেতৃবৃন্দ বলেন, মিথ্যা মামলায় হাজিরা দিতে এসে তিনি মারা যান। তার আগে কারাভোগ করেন।