১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

খাগড়াছড়িতে পাহাড় ধসে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

- ছবি - ইন্টারনেট

ভারী বৃষ্টিপাতের কারণে খাগড়াছড়ির আলুটিলা সাপমারা এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে ঢাকা ও চট্টগ্রামের সাথে যান চলাচল বন্ধ হয়ে গেছে। আটকা পড়েছে অনেক যাত্রী। ভোগান্তির শিকার হচ্ছেন তারা।

আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে এই ঘটনা ঘটে।

এদিকে জেলার মহালছড়ির ২৪ মাইল এলাকায় পানিতে তলিয়ে গেছে সড়ক। রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কেও যানচলাচল বন্ধ রয়েছে।

এছাড়া দীঘিনালা উপজেলার মেরুং স্টিল ব্রিজ এলাকায় পাহাড়ি ঢলে খাগড়াছড়ি লংগদু সড়ক তলিয়ে বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল। খাগড়াছড়ি সাজেক সড়কের বাঘাইহাট এলাকায় পানিতে ডুবে যাওয়ায় সড়কটি বন্ধ রয়েছে।

খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন, ‘ফায়ার সার্ভিস কর্মীরা সড়কের একপাশের মাটি সরিয়েছে। ওই পাশ দিয়ে ছোট যান চলাচল শুরু হয়েছে। সড়কের পুরো অংশ চালু হতে ঘণ্টাখানেক সময় লাগতে পারে।’


আরো সংবাদ



premium cement