০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ জিলহজ ১৪৪৫
`

রামুর বাকঁখালী নদী থেকে মাথাবিহীন লাশ উদ্ধার

রামুর বাকঁখালী নদী থেকে মাথাবিহীন লাশ উদ্ধার -

কক্সবাজারের রামুর বাকঁখালী নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মাথাবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

রোববার (৩০ জুন) বিকেল ৪টার দিকে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মধ্যম উমখালী এলাকায় বাঁকখালী নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

জানা গেছে, ওই এলাকায় লাশটি দেখতে পেয়ে স্থানীয় প্রশাসনকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিজানুর রহমান, রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান, পরিদর্শক (তদন্ত) ইমন কান্তি চৌধুরী ও রামু ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ওই স্থান পরিদর্শন করেন। ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা বাঁকখালী নদী থেকে লাশটি উদ্ধার করে।

রামু থানা পুলিশের এস আই অসীম চন্দ্র ধরের নেতৃত্বে পুলিশের একটি টিম লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে।

তিনি জানান, লাশটি মাথাবিহীন ছিল এবং শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোদেস্তা বেগম রীনা জানান, নদীতে ভাসমান লাশ দেখার বিষয়টি স্থানীয় মেম্বারের মাধ্যমে জেনে প্রশাসনকে অবহিত করেন। তবে লাশের পরিচয় পাওয়া যায়নি।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের দেওয়ান জানান, ‘দক্ষিণ মিঠাছড়ি এলাকায় বাঁকখালী নদীতে মানুষের লাশ ভাসছে এমন খবর পেয়ে পুলিশের একটি টিম ওই স্থানে পাঠিয়েছি। ফায়ার সার্ভিসের সহযোগিতায় লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী করা হয়েছে।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিজানুর রহমান জানান, ‘বাঁকখালী নদী থেকে মাথাবিহীন ও অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, ‘লাশের ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ ও পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে বলেও জানান এএসপি সার্কেল।‘


আরো সংবাদ



premium cement
সৌদি আরবে বিলাসবহুল টাওয়ার নির্মাণ করবে ট্রাম্প অর্গানাইজেশন ঘুম-কেলেঙ্কারি : এবার মুখ খুললেন তাসকিন দেশের মানুষ কখনই দিল্লির অধীনতা-বশ্যতা মানেনি, মানবে না : রিজভী মিঠাপুকুরে ল্যাম্পিস্কিন রোগে ২০টি গরুর মৃত্যু, দিশেহারা কৃষক-খামারিরা বগুড়ায় যমুনার পানি বেড়ে সারিয়াকান্দির চরাঞ্চল প্লাবিত আন্দোলনরত শিক্ষক নেতাদের সাথে বৈঠকে বসবেন ওবায়দুল কাদের সাংহাই জোটের শীর্ষ সম্মেলনে যোগ দিতে কাজাখস্তানে পুতিন বাইডেনের ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন হোয়াইট হাউস নাটোরে সমাবেশে হামলা : বিএনপি নেতা ও রাসিক সাবেক মেয়র বুলবুল আহত সিলেটে তৃতীয় দফা বন্যায় পানিবন্দি ৭ লাখ মানুষ উখিয়ায় ভারী বর্ষণে পাহাড় ধসের আশঙ্কা

সকল