০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ জিলহজ ১৪৪৫
`

মিরসরাইয়ে লোকালয়ে অজগর, অতঃপর যা হলো

মিরসরাইয়ে লোকালয়ে অজগর, অতঃপর যা হলো - নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাইয়ে লোকালয়ে অজগর সাপ পাওয়া গেছে। পরে খবর পেয়ে বনে অবমুক্ত করেন বনবিভাগ। রোববার ( ৩০ জুন) রাত ৮টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রাম থেকে সাপটি উদ্ধার করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, পূর্ব দুর্গাপুর এলাকার একটি বাড়ির আঙিনায় জালি তারের সাথে আটকে যায় অজগরটি। স্থানীয় লোকজন দেখেতে পেয়ে বনবিভাগের মিরসরাই রেঞ্জে খবর দেয়। খবর পেয়ে রাত ৯টার দিকে সাপটি উদ্ধার করে নিয়ে যায় বনবিভাগের লোকজন।

বনবিভাগের মিরসরাই রেঞ্জের রেঞ্জার শাহান শাহ নওশাদ জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। এরপর অক্ষত অবস্থায় সাপটি উদ্ধার করে নিয়ে আসা হয়। পরবর্তীতে চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা নির্দেশনানুযায়ী এই নির্বিষ অজগর সাপটি রাতেই মহামায়া ইকোপার্কের বনে অবমুক্ত করা হয়।

তিনি আরো বলেন, কোথাও সাপ দেখলে না মেরে বনবিভাগকে খবর দেয়ার অনুরোধ করেন তিনি।


আরো সংবাদ



premium cement