লংগদুতে বজ্রপাতে নিহতদের পরিবারকে জামায়াতের অনুদান
- বিপ্লব ইসলাম, লংগদু (রাঙ্গামাটি)
- ৩০ জুন ২০২৪, ১৮:০৮
রাঙ্গামাটির লংগদুতে ঈদের দুই দিন আগে বজ্রপাতে ভাসান্যাদম ও করল্যাছড়িতে মোট পাঁচজন নিহত পরিবারের প্রত্যেককে ৫০ হাজার করে দুই লাখ ৫০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার (৩০ জুন) ভাসান্যাদম এলাকায় পরিবারের কাছে এ অনুদান প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলা শাখা।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে আর্থিক অনুদান প্রদান করেন বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহাজাহান।
লংগদু উপজেলা জামাতে ইসলামীর সভাপতি মাওলানা নাছির উদ্দীনের পরিচালনায় এবং রাঙ্গামাটি জেলা আমির অধ্যাপক আব্দুল আলীমের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক মনজুরুল আলম, জেলা জামায়াতের মজলিস শূরার সদস্য অ্যাডভোকেট হারুনর রশীদ, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা এ এল এম সিরাজুল ইসলাম ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি মো: শহীদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা