রোহিঙ্গা ক্যাম্পে ছুরিকাঘাতে যুবক নিহত
- হুমায়ুন কবির জুশান, উখিয়া (কক্সবাজার)
- ২৮ জুন ২০২৪, ১৬:১২
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোহাম্মদ সালেক নামের এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছে।
শুক্রবার ভোর ৫টার দিকে রোহিঙ্গা ক্যাম্প-৮ ইস্ট ডি-৭৬ ব্লকে এ ঘটনা ঘটে।
মোহাম্মদ সালেক ওই ক্যাম্পের মোহাম্মদ নুর আলমের ছেলে।
সূত্র জানিয়েছে, ভোরের দিকে মোহাম্মদ সালেক রোহিঙ্গা ক্যাম্পের বি-৫০ ব্লক থেকে তার নিজস্ব ব্লকে আসার সময় পথে তিন-চারজন সন্ত্রাসী তাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত অবস্থায় রেখে পালিয়ে যায়। পরে আশপাশের রোহিঙ্গারা তাকে উদ্ধার করে পাশের এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠালে পথেই তিনি মারা যান।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা