০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ জিলহজ ১৪৪৫
`

চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ৫০ লাখ বিদেশি সিগারেট জব্দ

- ছবি : ইউএনবি

চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণায় আনা কনটেইনার ভর্তি বিদেশি সিগারেট জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস। হামকো করপোরেশন নামে একটি ঢাকার প্রতিষ্ঠান পানির ফিল্টারের নামে আনা এসব সিগারেট আমদানি করেছে বলে জানায় কাস্টমস কর্তৃপক্ষ।

স্থানীয় পর্যায়ে বিদেশি সিগারেট উৎপাদন ব্যাহত হওয়ায় অবৈধভাবে বিদেশ হতে সিগারেট আমদানির সময় কাস্টম হাউস চট্টগ্রামের এ আই আর শাখা ও শুল্ক গোয়েন্দা রিক্স ম্যানেজমেন্টের আওতায় গভীর রাতে বিশেষ অভিযানে একটি ২০ ফুট আকারের কনটেইনার ভেঙে ২৫০টি প্যাকেটে ৫০ লাখ শলাকা সিগারেট জব্দ করে।

বৃহস্পতিবার (২৭ জুন) দিবাগত রাত পৌনে ১টায় চট্টগ্রাম চট্টগ্রাম কাস্টম হাউসের উপকমিশনার (ডিসি) এ কে এম খায়রুল বাশার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বুধবার (২৬ জুন) দুপুর দেড়টায় চট্টগ্রাম বন্দরে আসা একটি ২০ ফুটের কন্টেইনার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আটক করা হয়। বৃহস্পতিবার রাত ১২টায় তল্লাশি করা হয়। কাস্টমসের নিরীক্ষা, অনুসন্ধান ও গবেষণা (এআইআর) শাখা কায়িক পরীক্ষায় আড়াই হাজার কার্টুন মন্ড সিগারেট জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, ২৫০টি প্যাকেজে ৫০ লাখ শলাকা সিগারেট উদ্ধার করে তা আটক করা হয়েছে। আপেল ও স্ট্রবেরি ফ্লেভারের মন্ড সিগারেটগুলো ওয়াটার পিউরিফায়ারের নামে আমদানি করার চেষ্টা করছিল হামকো করপোরেশন লিমিটেড নামে ঢাকার একটি প্রতিষ্ঠান।

ওই কর্মকর্তা বলেন, প্রতিষ্ঠানটি দ্য সিটি ব্যাংক লিমিটেড থেকে এলসি নিয়ে ব্যাংককের এশিয়ান গ্লোবাল কোম্পানি লিমিটেড থেকে 'KOTA ANGGUN' নামে একটি ভ্যাসেলের কনটেইনারে চট্টগ্রাম বন্দরে আনে।

তিনি বলেন, 'আটক কার্যক্রম শেষ করার পর কত টাকা রাজস্ব ফাঁকি দেওয়া চেষ্টা করা হয়েছিল তা জানা যাবে। স্থানীয় পর্যায়ে বিদেশি সিগারেট উৎপাদন ব্যাহত করার চেষ্টায় অবৈধভাবে বিদেশ হতে সিগারেটগুলো আনা হয়েছে। তাই সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।' সূত্র : ইউএনবি

 


আরো সংবাদ



premium cement
হাতিকে চাঁদা না দেয়ায় শুঁড়ে তুলে আছাড়, ফার্মেসি মালিকের মৃত্যু চুয়াডাঙ্গায় ইটভাটার শ্রমিকের লাশ নিয়ে বিক্ষোভ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি আগস্টে বন্যার আশঙ্কা : মোকাবেলায় প্রস্তুতি গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর গিনেস রেকর্ড গড়লেন নলছিটির অঙ্কন জামালপুরে মৃত্যুদণ্ড প্রাপ্ত পলাতক আসামি ১০ বছর পর গ্রেফতার পেনশন স্কিম বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন অযৌক্তিক : অর্থমন্ত্রী জিম্বাবুয়ে ক্রিকেট দলে বেলজিয়ামে জন্মগ্রহণ করা নাকভি বাউয়েট ক্যাম্পাসে ১৬তম স্কলারশিপ ও ওয়েভার কমিটির সভা অনুষ্ঠিত এলপিএলের প্রথম দিনই ব্যর্থ হৃদয়-মুস্তাফিজ কিশোর ইফাত শ্রীপুর থেকে হারিয়ে গেছে

সকল