চট্টগ্রামে রিয়াজউদ্দিন বাজারে আগুন, নিহত ৩
- নয়া দিগন্ত অনলাইন
- ২৮ জুন ২০২৪, ১০:৪৭
চট্টগ্রামের কোতোয়ালি থানার রিয়াজউদ্দিন বাজারে অগ্নিকাণ্ডে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
মৃত তিনজনের মধ্যে দু’জনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন সাতকানিয়া উপজেলার বাসিন্দা মো: রিদুয়ান (৪৫) ও মো: শাহেদ (১৮)। মৃত অপরজনের পরিচয় জানার চেষ্টা চলছে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক নুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস সূত্র গণমাধ্যমকে জানায়, বৃহস্পতিবার (২৭ জুন) দিবাগত রাত ১টা ৩৫ মিনিটের দিকে রিয়াজউদ্দিন মোহাম্মদীয়া প্লাজা নামে একটি মার্কেটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন পার্শ্ববর্তী রেজোয়ান কমপ্লেক্সেও ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নন্দনকানন, চন্দনপুরা, আগ্রাবাদ ও লামার বাজারসহ মোট ৪টি স্টেশনের ৮টি ইউনিট কাজ করে। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা