৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ জিলহজ ১৪৪৫
`

নোয়াখালীতে ঋণের চাপে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

নোয়াখালীতে ঋণের চাপে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা - প্রতীকী ছবি

নোয়াখালীর কবিরহাটে এনজিওর ঋণের চাপে নাসরিন আক্তার (৩১) নামে এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (২৭ জুন) উপজেলার কবিরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ইন্দ্রপুর গ্রামের মতি মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

নাসরিন একই গ্রামের মতি মিয়া বাড়ির ওমান প্রবাসী জহির উদ্দিনের স্ত্রী এবং দুই সন্তানের জননী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আড়াই বছর আগে জীবিকার তাগিদে নাসরিনের স্বামী বিভিন্ন এনজিও ও ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়ে ওমান যান। কিছু দিন ধরে ঋণদাতা প্রতিষ্ঠানের কর্মকর্তারা পাওনা টাকার জন্য বার বার চাপ দিতে থাকে। পরে তাদের চাপের মুখে গৃহবধূ নিজের শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। বৃহস্পতিবার সকালে এনজিও কর্মীরা পাওনা টাকার জন্য তার বাড়িতে যায়। বাড়িতে গিয়ে বসতঘরের দরজা বন্ধ দেখে তাকে খোঁজাখুঁজির একপর্যায়ে তার ঝুলন্ত লাশ দেখতে পায় এনজিও কর্মীরা। পরে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement