দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর ব্যবসায়ী অপহৃত
- নোয়াখালী অফিস
- ২৭ জুন ২০২৪, ১৭:০২, আপডেট: ২৭ জুন ২০২৪, ১৮:০৭
দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর এক ব্যবসায়ীকে অপহরণ করেছে সন্ত্রাসীরা। এতে পরিবারে চলছে চরম উৎকণ্ঠা।
বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে অপহৃতের বড় ভাই এ তথ্য নিশ্চিত করেছেন।
অপহৃত ব্যক্তি আ: করিম মামুন নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশা পাড়া ইউনিয়নের আবির পাড়া গ্রামের বরকন্দাজ বাড়ির আফ্রিকা প্রবাসী।
অপহৃতের বড় ভাই মো: ইসমাইল হোসেন জানান, তার ছোট ভাই আ: করিম মামুন দক্ষিণ আফ্রিকার ইস্টেন ক্যাফ মল্টিন শহরে ব্যবসা করে আসছিলেন। সেখানে সে বিয়ে করে এবং দুটি সন্তান রয়েছে। গত বুধবার (২৬ জুন) সন্ধ্যায় সে তার স্ত্রী-সন্তান নিয়ে দোকান থেকে বাসায় যাওয়ার পথে একদল সন্ত্রাসী তার স্ত্রীকে মারধর করে। এ সময় স্ত্রী ও দু’সন্তান রেখে সন্ত্রাসীরা মামুনকে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। বিষয়টি সেখানের প্রশাসনকে জানানো হয়। পুলিশ অপহরণকারীদেরকে ধরার চেষ্টা করে কিন্তু তারা জঙ্গলের দিকে মামুনকে নিয়ে পালিয়ে যায়। তার পর থেকে মামুনের কোনো সন্ধান না পেয়ে পরিবারে চলছে চরম উৎকণ্ঠা।
এদিকে বাংলাদেশেও মামুনের স্ত্রী ও চার সন্তান রয়েছে। সর্বশেষ তিনি ২০২৩ সালের ১২ সেপ্টেম্বর আফ্রিকা থেকে ঢাকা বিমান বন্দরে আসে। সেখান থেকে তিনি হেলিকপ্টারযোগে বাড়ি আসে। এ ঘটনায় আমিশা পাড়া এলাকায় তাকে দেখার জন্য শত শত মানুষ ভীড় জমায়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা