পটিয়ায় চলন্ত ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
- পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
- ২৭ জুন ২০২৪, ১৪:৩৩
চট্টগ্রামের পটিয়ায় মেয়ের বাড়িতে বেড়াতে এসে ফজরের নামাজ শেষে হাটতে বের হয়ে ট্রেনের ধাক্কায় লায়লা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৫টা ২০ মিনিটে পটিয়া পৌর সদর বাহুলি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত লায়লা বেগম চরধরাস পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের (চৌধুরীপাড়া) মরহুম জরি আহমদের স্ত্রী।
চন্দনাইশ পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেস যাওয়ার সময় ট্রেনের ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে সরকারি রেলওয়ে পুলিশের (জিআরপি) অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।