দাগনভূঞায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
- দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা
- ২৪ জুন ২০২৪, ১৩:০৬
ফেনীর দাগনভূঞায় গলায় ফাঁস দেয়া অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে দাগনভূঞা থানা পুলিশ।
সোমবার সকালে ইয়াকুবপুর ইউনিয়নের করমূল্যাপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সোমবার সকালে স্থানীয়রা লাশটি দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। তবে লাশটির পরিচয় জানা যায়নি। লাশের পরিচয় শনাক্তের জন্য পিবিআইয়ের সহযোগিতা চাওয়া হয়েছে।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রাসেল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে নয়া দিগন্তকে জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী সদর হাসপাতালে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’
লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।