১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নানার বাড়িতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

- ছবি : নয়া দিগন্ত

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে পুকুরের পানিতে ডুবে আতিফা আবেদীন ইশরা নামে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার সকালে পৌর এলাকার চান্দিশকরা পশ্চিম পাড়ার খান বাড়ির পুকুরে ডুবে তার মৃত্যু হয়।

ইশরা মুন্সিরহাট ইউনিয়নের বৈলপুর গ্রামের শিক্ষক শিপন আবেদীনের মেয়ে।

নিহত ইশরার বাবা পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, শিশু ইশরা মায়ের সাথে ইশরা চান্দিশকরায় নানার বাড়ি বেড়াতে যায়। সোমবার সকালে খেলার ছলে বাড়ির পাশের পুকুরে পড়ে ইশরা গুরুতর আহত হয়। সাথে সাথে টের পেয়ে শিশুটিকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরিবারের লোকজন। তবে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাঈদ আল মানসুর শিশুটিকে মৃত ঘোষণা করেন।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাঈদ আল মানসুর বলেন, ‘হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।’


আরো সংবাদ



premium cement