১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চৌদ্দগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চৌদ্দগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু - প্রতীকী ছবি

কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুরের পানিতে ডুবে সাইফুল ইসলাম নীরব (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে পাশ্ববর্তী চাপিরতলা গ্রামে নানার বাড়ির পুকুরে ডুবে তার মৃত্যু হয়।

সাইফুল উপজেলার চিওড়া ইউনিয়নের ছোট সাতবাড়িয়া গ্রামের আবদুল কাদির সুফলের ছেলে।

সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ হোসেন নয়ন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাইফুল চাপিরতলা গ্রামে নানার বাড়ি বেড়াতে যায়। সেখানে রোববার দুপুরে খেলার ছলে পুকুরের পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর তার লাশ পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া যায়।


আরো সংবাদ



premium cement