১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কাশির সিরাপের সাথে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে সেবনে ২ তরুণের মৃত্যু

কাশির সিরাপের সাথে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে সেবনে ২ তরুণের মৃত্যু - প্রতীকী ছবি

চট্টগ্রামের হাটহাজারীতে কাশির সিরাপের সাথে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে সেবনে মো: রাসেল (১৮) ও মো: শাকিল (১৪) নামে দুই তরুণের মৃত্যু হয়েছে।

রোববার (২৩ জুন) রাতে পৌরসভার পশ্চিম দেয়ান নগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রাসেল হাটহাজারীর দেওয়াননগর এলাকার হামিদ আলী তালুকদার বাড়ির আব্দুস শুক্কুরের ছেলে ও হাটহাজারী বাজারের সবজি বিক্রেতা এবং শাকিল একই এলাকার সিদ্দিক আহমেদ বাড়ির মৃত ইলিয়াসের ছেলে ও সবজির দোকানের কর্মচারী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, তারা দুইজন রাত ১২টার দিকে ঘর থেকে বের হয় এবং দুইজন রাতে ফার্মেসি থেকে কাশির সিরাপ নিয়ে হাটহাজারী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের পাশে কালবাটের ওপর যায়। সেখানে তারা কাশির সিরাপের সাথে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে সেবন করে। সম্ভবত অতিরিক্ত সেবন করার কারণে তারা সেখানে মুমূর্ষু হয়ে পড়ে। ভোরে হাটহাজারী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের এক আনসার সদস্য দুইজনকে পড়ে থাকা অবস্থায় দেখতে পেয়ে আরো লোকজনকে খবর দেয়। তারা তাদেরকে দ্রুত উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। তাদের অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে তাদের দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল চমেকে প্রেরণ করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী থানার উপ-পরিদর্শক (এসআই) রহমত উল্লাহ। তিনি জানান, কাশির সিরাপের সাথে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে সেবনে দুই যুবকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাদের লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পৃথক দুটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর উল্লাহ আশেক বলেন, মুমূর্ষু অবস্থায় ওই দুই যুবককে প্রথমে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের শারীরিক অবস্থা অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক চমেক হাসপাতালে পাঠান।


আরো সংবাদ



premium cement
বাংলাদেশী জেলে ভারতে ধরে নিয়ে যাওয়ায় জামায়াতের উদ্বেগ বিস্ফোরণে আফগান শরণার্থীবিষয়ক মন্ত্রী নিহত জাতি ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্রকারীরা অবশ্যই ব্যর্থ হবে : আমিরে জামায়াত অবসরে গেলেন আপিল বিভাগের বিচারপতি সৈয়দ জিয়াউল করিম জাতিসঙ্ঘের আরো জোরদার সহযোগিতার আহ্বান ঢাকার আওয়ামী লীগ একটি পাপিষ্ঠ দলের নাম : মাসুদ সাঈদী বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা : কুলাউড়ায় আ’লীগ নেতা আজাদ গ্রেফতার খুনকে অপমৃত্যু হিসেবে রেকর্ড করলেই ওসি দায়ী : ডিএমপি কমিশনার সিরিয়াকে বশে রাখতে দামেস্কের কাছে নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা করতে চায় ইসরাইল ভারতের সাথে বিদ্যুৎ নিয়ে চুক্তিগুলো বাতিল সহজ নয় : রিজওয়ানা হাসান গৌরনদীতে মাদককারবারির কারাদণ্ড

সকল