কুমিল্লায় টয়োটা গাড়িতে ১৪০ কেজি গাঁজা রেখে পালালো আসামিরা
- বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা
- ২১ জুন ২০২৪, ০৯:৪৯
কুমিল্লায় ১৪০ কেজি গাঁজাসহ একটি টয়োটা গাড়ি উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের পাঁচোড়া এলাকায় অভিযান পরিচালনা করে এসব গাঁজা উদ্ধার করা হয়।
কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো: কামরান হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইফুল আলম সিদ্দিকী রাজাপুর ইউনিয়নের পাঁচোড়া দক্ষিণ পশ্চিম পাড়া নুর মসজিদের উত্তর পাশে পাকা রাস্তার ওপর চেকপোস্ট ডিউটি করার সময়ে একটি টয়োটা মাইক্রোবাসকে গতিরোধ করতে সঙ্কেত দেয়। এই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ি রেখে গাড়ীচালকসহ গাড়িতে থাকা আরো দুইজন ব্যক্তি গাড়ি থেকে নেমে দৌড়ে পালিয়ে যায়।
পুলিশ আরো জানায়, পরবর্তীতে স্থানীয় মেম্বার ও উপস্থিত লোকজনের সামনে গাড়িটি তল্লাশি করে গাড়ির পেছনে থাকা সাতটি চটের বস্তায় ১৪০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এই সময় মাদক বহনকারী একটি টয়োটা মাইক্রোবাস জব্দ করা হয়।
এই বিষয়ে কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো: কামরান হোসেন বলেন, ‘এই ঘটনায় বুড়িচং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা